Dhaka ১০:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বরুণার পীর সাহেবের আহ্বান : ভোরসকালের সবাহী মক্তব-ব্যবস্থাকে জোরদার করুন

  • Reporter Name
  • Update Time : ১১:০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ০ Time View

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের মুসলিম শিশুদের মসজিদভিত্তিক ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাব্যবস্থা সবাহী মক্তবের প্রতি যত্নবান হওয়ার বিশেষ আহ্বান জানিয়েছেন বরুণার পীর সাহেব নামে খ্যাত দেশের অন্যতম শীর্ষ আলেম শায়খুল ইসলাম হযরত মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী। প্রতিটি মুসলিম শিশুসন্তানের অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা যদি নিজের সন্তানদের ভবিষ্যৎকে আলোকিত করতে চান, ইসলামি মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠা সন্তানের আদর্শ মাতাপিতা হতে চান, তাহলে ভোর সকালের ধর্মীয় শিক্ষাব্যবস্থা— সবাহী মক্তবে নিজের সন্তানকে প্রেরণ করুন।’

ভোর সকালের সবাহী মক্তবকে মুসলিম শিশুদের ধর্মীয় শিক্ষার শিকড় মন্তব্য করে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর বলেন, ‘পরবর্তী প্রজন্মকে ইসলামের সঙ্গে সম্পৃক্ত রাখতে মক্তবশিক্ষার বিকল্প নেই। এই শিক্ষাব্যবস্থা আজ বিলুপ্তির পথে। একে তার স্বআমেজে ফিরিয়ে আনা পাড়া-মহল্লার মুরব্বিদের অবশ্য কর্তব্য কাজ। সুতরাং দেশের গ্রামে-গঞ্জে, নগরে-বন্দরে প্রতিষ্ঠিত প্রতিটি মসজিদ কমিটির দায়িত্বশীলদের কাছে আমার সবিনয় আরজ থাকবে—আপনারা স্ব স্ব মসজিদের মক্তবশিক্ষা-ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে জোরদার করুন।’

২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার মৌলভীবাজারের হামিদনগর বরুণা মসজিদ আল-বর্ণভীতে পরিক্ষা নিয়ন্ত্রক মাওলানা শাব্বির আহমদ ও পরিচালক মুফতি তোফায়েল খান রাহমানির যৌত পরিচালনায় অনুষ্ঠিত ইউনিয়ন-ভিত্তিক সবাহী মক্তব প্রতিযোগিতা ২০২৩-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভী বলেন, ইউনিয়ন-ভিত্তিক যেসব মসজিদে মক্তবশিক্ষার ব্যবস্থা রয়েছে, সেসব মসজিদে মক্তবশিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্যে আমরা এ প্রতিযোগিতার আয়োজন করেছি। মূলত, সবাহী মক্তবের শিক্ষাব্যবস্থাকে দেশব্যাপী জোরদার এবং কাঠামোবদ্ধ করার লক্ষ্যে একটি বোর্ড গঠনের পূর্বপ্রস্তুতি হিসাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমীরে আঞ্জুমান হযরত মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভীর তত্ত্বাবধান ও নির্দেশনার আলোকেই বোর্ডটি গঠন করা হবে, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য যে, ইউনিয়ন ভিত্তিক সবাহী মক্তবের এ প্রতিযোগিতায় বিভিন্ন মক্তবের পাঁচ শতাধিক শিশু শিক্ষার্থী মোট ৪টি গ্রুপে অংশগ্রহণ করে। বিকাল ৩টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিটি গ্রুপে বিজয়ী ১০জনকে বিশেষ পুরস্কার এবং সকল প্রতিযোগীকে স্বান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি মক্তবের পরিচালনা কমিটির সভাপতি-সেক্রেটারি এবং শিক্ষকবৃন্দকে বিশেষ সম্মাননা প্রদান করেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম হযরত মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী।

Tag :
About Author Information

গোলাপগঞ্জে রাস্তা নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বরুণার পীর সাহেবের আহ্বান : ভোরসকালের সবাহী মক্তব-ব্যবস্থাকে জোরদার করুন

Update Time : ১১:০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের মুসলিম শিশুদের মসজিদভিত্তিক ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাব্যবস্থা সবাহী মক্তবের প্রতি যত্নবান হওয়ার বিশেষ আহ্বান জানিয়েছেন বরুণার পীর সাহেব নামে খ্যাত দেশের অন্যতম শীর্ষ আলেম শায়খুল ইসলাম হযরত মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী। প্রতিটি মুসলিম শিশুসন্তানের অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা যদি নিজের সন্তানদের ভবিষ্যৎকে আলোকিত করতে চান, ইসলামি মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠা সন্তানের আদর্শ মাতাপিতা হতে চান, তাহলে ভোর সকালের ধর্মীয় শিক্ষাব্যবস্থা— সবাহী মক্তবে নিজের সন্তানকে প্রেরণ করুন।’

ভোর সকালের সবাহী মক্তবকে মুসলিম শিশুদের ধর্মীয় শিক্ষার শিকড় মন্তব্য করে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর বলেন, ‘পরবর্তী প্রজন্মকে ইসলামের সঙ্গে সম্পৃক্ত রাখতে মক্তবশিক্ষার বিকল্প নেই। এই শিক্ষাব্যবস্থা আজ বিলুপ্তির পথে। একে তার স্বআমেজে ফিরিয়ে আনা পাড়া-মহল্লার মুরব্বিদের অবশ্য কর্তব্য কাজ। সুতরাং দেশের গ্রামে-গঞ্জে, নগরে-বন্দরে প্রতিষ্ঠিত প্রতিটি মসজিদ কমিটির দায়িত্বশীলদের কাছে আমার সবিনয় আরজ থাকবে—আপনারা স্ব স্ব মসজিদের মক্তবশিক্ষা-ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে জোরদার করুন।’

২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার মৌলভীবাজারের হামিদনগর বরুণা মসজিদ আল-বর্ণভীতে পরিক্ষা নিয়ন্ত্রক মাওলানা শাব্বির আহমদ ও পরিচালক মুফতি তোফায়েল খান রাহমানির যৌত পরিচালনায় অনুষ্ঠিত ইউনিয়ন-ভিত্তিক সবাহী মক্তব প্রতিযোগিতা ২০২৩-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভী বলেন, ইউনিয়ন-ভিত্তিক যেসব মসজিদে মক্তবশিক্ষার ব্যবস্থা রয়েছে, সেসব মসজিদে মক্তবশিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্যে আমরা এ প্রতিযোগিতার আয়োজন করেছি। মূলত, সবাহী মক্তবের শিক্ষাব্যবস্থাকে দেশব্যাপী জোরদার এবং কাঠামোবদ্ধ করার লক্ষ্যে একটি বোর্ড গঠনের পূর্বপ্রস্তুতি হিসাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমীরে আঞ্জুমান হযরত মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভীর তত্ত্বাবধান ও নির্দেশনার আলোকেই বোর্ডটি গঠন করা হবে, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য যে, ইউনিয়ন ভিত্তিক সবাহী মক্তবের এ প্রতিযোগিতায় বিভিন্ন মক্তবের পাঁচ শতাধিক শিশু শিক্ষার্থী মোট ৪টি গ্রুপে অংশগ্রহণ করে। বিকাল ৩টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিটি গ্রুপে বিজয়ী ১০জনকে বিশেষ পুরস্কার এবং সকল প্রতিযোগীকে স্বান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি মক্তবের পরিচালনা কমিটির সভাপতি-সেক্রেটারি এবং শিক্ষকবৃন্দকে বিশেষ সম্মাননা প্রদান করেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম হযরত মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী।