দৈনিক
ডাক বাংলা : যেসব আলেম ওলামারা সারা জীবন দ্বীনি শিক্ষা-দীক্ষা প্রদান করেছেন ৷ মাদরাসা প্রতিষ্ঠা করে দ্বীনে ইসলামের মহান খেদমত আঞ্জাম দিয়ে চলে গেছেন তাঁদের মধ্যে মাওলানা আবদুর রব কাসেমী রাহ. অন্যতম। তিনি কানাইঘাট পৌরসভার পিল্লাকান্দি গ্রামের এক দ্বীনদার পরিবারে ১৯০২ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মুন্সী আবদুর রহিম রাহ. ও মাতা নাম জরিনা বিবি ৷
শিক্ষাজীবন : প্রথমে তিনি পিতার
কাছ থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করে ইলমুল ওহির জ্ঞান লাভের জন্য কানাইঘাট ইসলামিয়া মাদরাসায় ভর্তি হয়ে অত্যন্ত সুনামের সাথে লেখাপড়া করেন। এরপর চলে যান গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসায়। সেখানে ভর্তি হতে অত্যন্ত কৃতিত্বের সাথে লেখাপড়া করে ১৯৩১ সালে ফাজিল পাস করেন। এরপর উচ্চশিক্ষা
লাভের জন্য চলে যান ভারতে। প্রথমে ভর্তি হন সাহারানপুর মাদরাসায় ৷ এখানে কিছুদিন লেখাপড়া করার পর বিশ্ব বিখ্যাত ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে ভর্তি হয়ে হাদীস
তাফসিরসহ বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান অর্জন করে ইসলামি শিক্ষার সর্বোচ্চ ডিগ্রী লাভ করেন ৷ তিনি হযরত ইউসুফ বিন্নুরীর কাছেও বুখারী শরীফ পড়েন ৷
কর্মজীবন : দীর্ঘ ৮ বছর ভারত থেকে কুরআন হাদীসের জ্ঞান অর্জন করে ১৯৪০ সালে দেশে ফিরে আসার পর কানাইঘাট ইসলামিয়া মাদরাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবনের শুভসূচনা করেন ও সাথে সাথে মাদরাসার বিল্ডিং নির্মাণে উন্নয়নে জন্য নিরলসভাবে চেষ্টা করেন ৷
১৯৪৭ সালে ভারত বিভক্তি নিয়ে মাদরাসার কমিটি ও শিক্ষকদের মধ্যে মতভেদ দেখা দেয়। ফলে কমিটি প্রায় শিক্ষকদেরকে বিদায় দিয়ে দেন। এতে তিনি চলে যান বগুড়া জেলার
মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসায়। সেখানে ৫ বছর অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করেন।
উল্লেখ্য যে, ১৮৮৯ সালে কানাইঘাট ইসলামিয়া মাদরাসা প্রতিষ্টিত হয়। উক্ত মাদরাসা প্রতিষ্টা কাল থেকে ১৯৩২ সাল পর্যন্ত কানাইঘাট ইসলামিয়া মাদরাসা নামে ছিল। ১৯৩২ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত মাদরাসাটি কমিটি শাসিত ছিল এসময় কয়েক বছর কানাইঘাট ইসলামিয়া মাদরাসার কানাইঘাট মনসুরিয়া মাদরাসা নামে ছিল। পরে আবারোও প্রতিষ্ঠা কালীন নাম কানাইঘাট ইসলামিয়া মাদরাসা নামে ছিল ৷
১৯৫৩ সালে আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহ. গাছবাড়ি মাদরাসা থেকে কানাইঘাট মাদরাসায় চলে আসার পর কানাইঘাট মাদরাসার মুহতামিমের দায়িত্ব গ্রহণের পর প্রথমে জামেয়া ইসলামিয়া দারুল উলুম কানাইঘাট মাদরাসা নামে নামকরণ করেন ৷ এবং ১৯৫৪ সালে এলাকাবাসির সার্বিক সহযোগিতায় দাওরায়ে হাদীস তথা টাইটেল জামাত খোলেন ৷ তিনি মাওলানা আবদুর রব কাসেমীকে এখানে শিক্ষক হিসেবে নিয়োগ দেন। মাওলানা কাসেমি রাহ.১৯৬৫ সাল পর্যন্ত কানাইঘাট দারুল উলুম মাদরাসার শিক্ষক ছিলেন ৷ এবং তিরমিযী শরীফসহ অন্যান্য কিতাবাদি পড়াতেন।
১৯৬৫ সালে মাওলানা আবদুর রব কাসেমী কানাইঘাট দারুল উলুম মাদরাসা থেকে চলে যান বিয়ানীবাজার চারখাই আদিনাবাদ মাদরাসায়। সেখানে কিছুদিন শিক্ষকতার পর চলে যান জামেয়া ইমদাদিয়া কিশোরগঞ্জে। সেখানে এক বছর সুনামের সাথে শিক্ষকতা করেন।
কানাইঘাট মনসুরিয়া মাদরাসা প্রতিষ্ঠা :
১৯৬৫ সালে মাওলানা কাসেমি সাহেব সুনার তালুক ঈদগাহে একটি মক্তব প্রতিষ্ঠা করেন। ঈদগাহে সে মক্তবটি দেড় বছর চলার পর ১৯৬৭ সালের মাঝামাঝিতে স্থানান্তরিত করে বর্তমান মনসুরিয়া মাদরাসার স্থানে নিয়ে আসে প্রতিষ্ঠা করেন কানাইঘাট মনসুরিয়া মাদরাসা ৷
১৯৬৭সাল থেকে কানাইঘাট মনসুরিয়া মাদরাসার যাত্রা শুরু হয়। ১৯৭২
সালে মাদরাসাটি সরকারিভাবে মনজুরি লাভ করে, ১৯৭৮ সালে ফাজিল ও ২০০৩ সালে কামিল ক্লাস সরকারিভাবে অনুমোদন হয়। তাঁর জীবদ্দশায় মনসুরিয়া মাদরাসাটি ফাজিল পর্য
উন্নীত হয়। তিনি ছিলেন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ৷ তিনি একজন মশহুর বক্তাও ছিলেন ৷
উল্লেখ্য যে ১৯৩২ সাল থেকে ১৯৫৩ সালের মধ্যখানে কয়েক বছর কানাইঘাট ইসলামিয়া মাদরাসার নাম কানাইঘাট মনসুরিয়া মাদরাসা নামে ছিল ৷ তা কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল সুনির্দিষ্টভাবে কোন তথ্য পাওয়া যায়নি ৷ তাহলে বলা যেতে পারে ১৯৬৭ সাল থেকে কানাইঘাট মনসুরিয়া মাদরাসার নিমতান্ত্রিকভাবে যাত্রা শুরু হয় ৷
পারিবারিক জীবন : পারিবারিক জীবনে তিনি দুটি বিয়ে করেন। ৫ ছেলে ও ৬ মেয়েসহ মোট ১১ সন্তানের জনক ছিলেন।
ইনতেকাল : দ্বীনের এই মহান খাদেম ১৯৯২ সালে ইনতেকাল করেন ৷ ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন ৷ আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন ৷ আমিন ৷
তথ্য প্রদানকারী: মাওলানা ইসমাইল দুর্লভপুরী,মাওলানা আবদুল হক গোবিন্দপুরী,মাওলানা ইলিয়াস সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল কানাইঘাট মনসুরিয়া মাদরাসা,মরহুম মাওলানা হুসাইন আহমদ সাহেবজাদায়ে কাসেমি,পুরাতন রেজিষ্টারী খাতাপত্র ৷ মাশায়েখে সিলেট গ্রন্থে একটু বিস্তারিতভাবে তাঁর জীবনী উল্লেখ আছে ৷
