ওসমানীনগরে আব্দুল কাইয়ুম চৌধুরী নামক এক ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি একটি মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী। শনিবার দুপুরে একটি অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত- আব্দুল কাইয়ুম চৌধুরী জেন্টু মিয়া (৬৬), উপজেলার ওমরপুর ইউনিয়নের মির্জা শহীদপুর গ্রামের মৃত মনাফ চৌধুরী ছেলে। জেন্টু মিয়া ওসমানীনগর থানার মামলা নং- ২৫, তারিখ ২৯/০৫/২২ইং, জিআর- ৮৪, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী ।
ওসমানীনগর থানার এ এস.আই আব্দুর রহিম বলেন, আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক ওয়ারেন্ট ইস্যু হওয়ায় একটি অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে তাকে আদালতে পাঠানো হয়েছে।