ঢাকাশনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

আউস কান্দিতে ৭ এপিবিএনের অভিযানে দুটি চোরাই মোটর সাইকেল সহ আটক ১

ডাক বাংলা
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: হবিগন্জের আউস কান্দিতে ৭ এপিবিএন সিলেট এর অভিযানে দুটি চোরাই মোটর সাইকেল সহ ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত গাড়ি মালিক নাজমুস সাকিব হবিগন্জ জেলার নবীগন্জ উপজেলার তাহেরপুর গ্রামের শফিকুর রহমান এর পুত্র।

জানা যায়, ৭ এপিবিএন সিলেট এর পুলিশ পরিদর্শক ওবায়েদুল হকের নেতৃত্বে সিলেট – হবিগঞ্জ মহাসড়কের আউসকান্দি সিএনজি ফিলিং স্টেশনের সামনে ৪ ফেব্রুয়ারী শনিবার ৫টায় অভিযান চালায় ৭ এপিবিএনের একটি টিম। এ সময় নাজমুস সাকিব নামের এক যুবকের কাছ থেকে একটি কালো রংয়ের ইয়ামাহা আর ফিফটিন ভার্সন থ্রি মোটর সাইকেল যার আনুমানিক মুল্য ৫ লক্ষ ২০ হাজার এবং একটি লাল রংয়ের ১৬০ সিসি হোন্ডা চোরাই মোটর সাইকেল যার আনুমানিক মুল্য ২ লক্ষ ৬ হাজার আটক করা হয়।
লাল রংয়ের গাড়ি মালিক জীবন মিয়া এসময় পালিয়ে যায়। জীবন নবীগন্জ উপজেলার সাহবাজপুর গ্রামের আবু ইউসুফ বাচ্চু মিয়ার পুত্র।
এ ব্যাপারে এস আই আশরাফুল আলম বাদী হয়ে নবীগন্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।