ঢাকাসোমবার , ২৮ নভেম্বর ২০২২
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

সাফল্য অর্জন করেছে ওসমানীনগরের কুরুয়া বহুমুখী উচ্চবিদ্যালয়

দৈনিক ডাক বাংলা
নভেম্বর ২৮, ২০২২ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

সদ্য ঘোষিত ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ শতভাগ সাফল্য অর্জন করেছে ওসমানীনগরের কুরুয়া বহুমুখী উচ্চবিদ্যালয়।
উপজেলার দয়ামীৱ ইউনিয়নের ঐতিহ্যবাহী এই হাইস্কুলের এমন সাফল্যে খুশী এলাকার সহ প্ৰবাসী প্ৰাক্তন ছাত্ৰ/ছাত্ৰীদের সংগটন,ছাত্ৰ মৈত্ৰী সংসদ এর সবাই।

এবারের পরীক্ষায় বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে ১০৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ কৱে ৯৭ জন।

এর মধ্যে চলতি বছরের এসএসসি পরীক্ষায় শতভাগের মধ্যে ৯৩.২৭ কৃতকার্য শিক্ষার্থীদের মধ্য থেকে জিপিএ+১জন জিপিএ ১১জন জিপি এ ১৪ জন,জিপি বি ৩৬,জিপি সি ৩৫ জন গ্রেড পেয়েছে।

কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী,অভিভাবকবৃন্দসহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ৭নং দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ ও প্ৰবাসী প্ৰাক্তন ছাত্ৰ/ছাত্ৰীদেন সংগটন ছাত্ৰ মৈত্ৰী সংসদ ইউ,কে
আল্লাহর অশেষ মেহেরবানীতে শিক্ষার্থীদের কঠোর অধ্যাবসায়, শিক্ষকমন্ডলীর কঠোর পরিশ্রম ও অভিভাবকদের সঠিক পরিচর্যার কারণে এই ফলাফল সম্ভব হয়েছে।

উল্লেখ্য, গত বছর এসএসসিতে বিদ্যালয়টির পাশের হার ছিল ৯৮%। এর আগের বছর ছিল ৯৯%। প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি ভালো ফলাফল অর্জন অব্যাহত রেখেছে।
বিজ্ঞপ্তি