ঢাকাসোমবার , ৪ জুলাই ২০২২
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার

সোমবার মক্কার পথে হজযাত্রীদের গন্তব্যে সাড়ে ছয় লাখ হজযাত্রী।

Link Copied!

করোনার বিধিনিষেধ শেষে দুই বছর পর এবার পবিত্র নগরী মক্কায় সমবেত হতে শুরু করেছেন পুরো বিশ্ব থেকে যাওয়া হজযাত্রীরা। সাড়ে আট লাখ বিদেশিসহ মোট ১০ লাখ ব্যক্তিকে এবার হজের অনুমতি দিয়েছে সৌদি প্রশাসন।

এরই মধ্যে কমপক্ষে সাড়ে ছয় লাখ বিদেশি হজযাত্রী সৌদি আরবে গিয়েছেন বলে জানিয়েছে হজ কর্তৃপক্ষ।
মক্কার বিভিন্ন সড়ক ও গলিতে ব্যানার, ফেস্টুন দিয়ে হজযাত্রীদের স্বাগত জানানো হচ্ছে। শহরজুড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।

এর আগে ২০১৯ সালে প্রায় ২৫ লাখ মানুষ হজব্রত পালন করেছিলেন। কিন্তু করোনার কারণে ২০২০ সালে মাত্র ১০ হাজার লোককে হজের অনুমতি দেওয়া হয়। ২০২১ সালে দুই ডোজ টিকাপ্রাপ্ত মাত্র ৬০ হাজার সৌদি নাগরিক ও সেখানে বসবাসকারীকে হজের সুযোগ দেওয়া হয়।

এবার বিদেশিসহ ১০ লাখ মানুষকে হজের অনুমতি দেওয়া হলেও স্বাস্থ্যবিধির কিছু কড়াকড়ি থাকছেই। হজযাত্রীদের সবাইকে এসব স্বাস্থ্যবিধি মানতে হবে। পাশাপাশি পবিত্র কাবাঘর প্রতিদিন ১০ বার করে জীবাণুমুক্ত করা হবে।
এদিকে নারীদের জন্য হজের একটি বিধি পরিবর্তন করেছে সৌদি আরব। এ বছর কোনো পুরুষ নিকট আত্মীয় (যাদের বিয়ে করা বৈধ নয়) ছাড়াই হজ করতে পারবেন নারীরা।