ঢাকাশনিবার , ২ জুলাই ২০২২
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার

বন্যার্তদের পাশে তাজ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি,দৈনিক ডাকবাংলা ডট কম
জুলাই ২, ২০২২ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!


সিলেটের বন্যা পরিস্থিতিতে দেশ বিদেশ থেকে অনেকেই মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন সিলেটের মানুষের পাশে।

বাহরাইনের তাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তাজ উদ্দিন সিকান্দার প্রবাস থেকে প্রতিনিয়ত বন্যা পরিস্থিতির পর্যবেক্ষণ করেন এবং শুরু থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছেন।

সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় নগদ অর্থ এবং ঈদ উপলক্ষে নতুন কাপড় উপহার হিসেবে পাঠিয়েছেন,তার ধারাবাহিকতায় গতকাল সিলেট জেলার ওসমানী নগর থানার সাদীপুর গ্রামের একটি আশ্রয় কেন্দ্রে প্রায় পাঁচশত লোকদের মধ্যে কাপড় বিতরণ করেছেন। এর পুর্বে সিকান্দার আলীর নেতৃত্বে সিলেটের ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জ, ছাতক সহ বন্যায় ক্ষতিগ্রস্হ বিভিন্ন এলাকায় নগদ অর্থ উপহার দিয়েছেন।

জনাব তাজ উদ্দিন সিকান্দার দৈনিক ডাক বাংলাকে বলেন, এটি কোনো সাহায্য নয় এটি আমাদের সিলেটের মানুষের প্রতি আমাদের ভালোবাসা,যার যার জায়গা থেকে এই সময়ে আমাদের এগিয়ে আসা উচিত।

উল্লেখ্য তাজ ফাউন্ডেশনের সেক্রেটারি ফাহিমা জান্নাতের নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবী দল গঠন করে বিভিন্ন এলাকায় মানবিক কাজ করে যাচ্ছে তাজ ফাউন্ডেশন।