কাশ্মীরি পণ্ডিতদের হত্যা এবং গো-রক্ষার নামে সতর্কতা নিয়ে মন্তব্য করায় ভারতের তামিল-তেলুগু-মালয়ালাম ছবির জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার হায়দরাবাদের সুলতান বাজার পুলিশ সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’কে নিশ্চিত করেছে, সাই পল্লবীর মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের কর্মী অখিল। অভিযোগ পাওয়া গেলেও এখনো কোনো মামলা হয়নি।
সুলতান বাজার থানার পরিদর্শক পাল্লে পদ্মজা বলেন, ‘২৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ জমা দিয়েছেন অভিযোগকারী। তবে আমরা পুরো ভিডিওটি চেয়েছি, যাতে বুঝতে পারি পল্লবী কোন পরিপ্রেক্ষিতে কথাগুলো বলেছেন। এরপরই আমরা আইনি পদক্ষেপ নেব।’
শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে তেলুগু ছবি ‘বিরাতা পর্বম’। এই ছবির প্রচারণায় বুধবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রাজনৈতিক প্রশ্নের সম্মুখীন হন সাই পল্লবী। প্রসঙ্গক্রমে ‘কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে অভিনেত্রী বলেন, “আমি নিরপেক্ষ পরিবেশে বেড়ে উঠেছি। বাম-ডানপন্থীদের সম্পর্কে অনেক কিছুই জানি, কিন্তু কে ঠিক, আর কে ভুল তা বলতে পারব না। ছবিটি দেখিয়েছিল, কাশ্মীরি পণ্ডিতদের কিভাবে হত্যা করা হয়েছিল? আপনি যদি বিষয়টিকে ধর্মীয় সংঘাত হিসেবে নেন তবে কথা আছে। সাম্প্রতিক একটি ঘটনা, এক লোক ট্রাকে করে গরু নিয়ে চালাচ্ছিলেন, মুসলিম সন্দেহে হামলা করে তাঁকে হত্যা করা হয়েছে। হত্যার পর হামলাকারীরা ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দিয়েছেন? তাহলে কাশ্মীরের ঘটনার সঙ্গে এখনকার ঘটনার পার্থক্য কোথায়?” এমন মন্তব্যের জেরেই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং।