ঢাকাশনিবার , ১২ ফেব্রুয়ারি ২০২২
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

বাঙ্গালী গল্লির সিন্ডিকেটে প্রবাসীদের দুর্ভোগ

উপ-সম্পাদক, শহীদ আহমদ
ফেব্রুয়ারি ১২, ২০২২ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

পর্তুগালের বাংলাদেশি অধ্যুষিত এলাকা লিসবনের রুয়া দো বেনফরমসো এলাকায় কিছু বাংলাদেশী ব্যবসায়ী সিন্ডিকেটে প্রবাসী ক্রেতাদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে।

অসাধু চক্রটি হালাল পণ্য,গরুর মাংস,খাসি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র টার্গেট করে দাম বাড়াচ্ছে । আর সিন্ডিকেটের ফাঁদে পড়ে অসহায় হয়ে পড়েছেন প্রবাসীরা। বাড়তি দরে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন তারা।

বিপ্লব নামে একজন প্রবাসী দৈনিক ডাক বাংলাকে বলেন ‘বাঙ্গালী গল্লিতে কিছু ব্যবসায়ী আছে তারা মনে করে অনিয়ম ই হচ্ছে তাদের জন্যে নিয়ম! তারা একশত টাকাতে পঞ্চাশ টাকা টিল মারে। ফাতুরা কন্টিভিউন্ট নাম্বার চাইলে হাসিহাসি অনেক কথা বলে এক কথায় দিতে চায় না । ‘

ওজনে কম,মেয়াদ উত্তীর্ণ মালামাল,ক্রেতাদের সাথে খারাপ ব্যবহার এবং নতুন প্রবাসী কর্মচারীদের সরকারী নিয়ম আট ঘন্টা কাজের জায়গাহতে ১২-১৪ ঘন্টা কাজ করানো সহ নানান অভিযোগ হরহামেশা পাওয়া যায়।

সিনিয়র একজন প্রবাসী সিটিজেন নাম প্রকাশ না করা শর্তে বলেছেন,আমরা যদি এক হই,সকল প্রবাসী মিলে এই অসাধু সিন্ডিকেটকে এখনই রুখে দেওয়া সময়ের ব্যাপার।