ঢাকাবৃহস্পতিবার , ৬ জানুয়ারি ২০২২
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

ওমিক্রন মোকাবিলায় পর্তুগালে নতুন বিধিনিষেধ আরোপ হতে যাচ্ছে

অনলাইন ডেস্ক,দৈনিক ডাক বাংলা
জানুয়ারি ৬, ২০২২ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় পর্তুগাল সরকার আবারও নতুন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। যা আগামী ১০ ই জানুয়ারি থেকে কার্যকর হবে। একনজরে দেখে নিন কি কি পরিবর্তন হচ্ছে।

📂আইসোলেশন(কোরেনটাইন):
✅আইসোলেশন এর মেয়াদ ৭ দিন
✅শুধুমাত্র যিনি আক্রান্ত হবেন তিনি আইসোলেশন এ থাকবেন।
✅যে সকল ব্যক্তি বুস্টার ডোজ গ্রহণ করেছেন তাদের আইসোলেশন এর প্রয়োজন নেই।

📂করোনা পরীক্ষা প্রয়োজন হবে:
✅যে সকল ব্যক্তি 14 দিন বা তারও বেশী আগে বুস্টার ডোজ নিয়েছেন তাদেরকে যেকোনো সেবা গ্রহণে করোনা পরীক্ষা প্রয়োজন নেই।
✅যাদের বুস্টার ডোজ নেই তাদেরকে অবশ্যই বিদ্যশ্রম ;স্বাস্থ্য কেন্দ্র, বড় যেকোনো ধরনের অনুষ্ঠান যেখানে আসন চিহ্নিত করা না থাকে অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত বিনোদন কেন্দ্রগুলোতে ব্যবহারের ক্ষেত্রে কোনো নেতিবাচক পরীক্ষা লাগবে।

📂ডিজিটাল সার্টিফিকেট:
✅রেস্টুরেন্ট ,পর্যটন কেন্দ্র ,হোটেল মোটেল বা আবাসিক পর্যটন কেন্দ্র, দেশীয় কালচারাল বিনোদন কেন্দ্র, আসন নির্ধারিত বড় ধরনের অনুষ্ঠান এবং ব্যায়ামাগার ব্যবহারে ডিজিটাল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে।

📂শিক্ষা প্রতিষ্ঠান:
✅১০ ই জানুয়ারি থেকে স্কুল চালু হবে।
কোন শ্রেণীতে ছাত্র /ছাত্রীরা বা শিক্ষক আক্রান্ত হলে শ্রেণীর আর আইসোলেশন থাকার প্রয়োজন নেই। শুধুমাত্র আক্রান্ত ব্যক্তি আইসোলেশনে থাকবে।

📂টেলি ওয়ার্ক:
✅আগামী ১৪ ই জানুয়ারি পর্যন্ত টেলি ওয়ার্ক বাধ্যতামূলক।

📂বাণিজ্যিক প্রতিষ্ঠান;
✅প্রতি 5 বর্গমিটারে পূর্বের ন্যায় একজন গ্রাহক অভ্যন্তরে প্রবেশ করতে পারবে।
✅ডিসকাউন্ট এবং ছাড়ের উপর এখন আর কোনো নিষেধাজ্ঞা নেই।

📂বার এবং ডিস্কো:
✅আগামী ১৪ জানুয়ারি থেকে চালু করা যাবে তবে করোণা নেতিবাচক পরীক্ষা দিয়ে গ্রাহকদের প্রবেশ করতে হবে।
✅পাবলিক প্লেসে এবং রাস্তায় অ্যালকোহল পান করা নিষিদ্ধ রয়েছে।

📂আন্ত-সীমানা নিয়ন্ত্রণ:
✅বাধ্যতামূলকভাবে নেতিবাচক পরীক্ষা দিয়ে পর্তুগালের আন্ত সীমানায় (ভ্রমণে) অভ্যন্তরে প্রবেশ করতে হবে। ব্যতিক্রম হলে ব্যক্তি এবং এয়ারলাইন্সকে জরিমানা করা হবে।

বিঃদ্রঃ নিউজ টি প্রবাসী সাংবাদিক ফরিদ আহমেদ পাটোয়ারীর ওয়াল থেকে নেওয়া।