ঢাকাবৃহস্পতিবার , ৬ জানুয়ারি ২০২২
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

অমিক্রন–আতঙ্কে গ্র্যামি স্থগিত

অনলাইন ডেস্ক রিপোর্ট, দৈনিক ডাক বাংলা ডটকম
জানুয়ারি ৬, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বসংগীতের সবচেয়ে বড় পুরস্কারের আয়োজন গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৪তম আসর জানুয়ারির ৩১ তারিখ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবে। সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু বিশ্বব্যাপী করোনার নতুন ধরন অমিক্রনের আতঙ্কে সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠান স্থগিত করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়ে তারা এ তথ্য জানায়।

বিবৃতিতে গ্র্যামি কর্তৃপক্ষ জানিয়েছে, অমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গ্র্যামি অ্যাওয়ার্ড আয়োজন অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন আয়োজকেরা। তাই আপাতত অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। তারা লিখেছে, ‘শহর ও রাজ্য সরকারের বিচার-বিবেচনা ও বিশ্লেষণ এবং স্বাস্থ্য ও নিরাপত্তা বিশেষজ্ঞ, শিল্পী, সহযোগী, রেকর্ডিং একাডেমিসহ সব পক্ষের মতামত নিয়ে আমরা আপাতত অনুষ্ঠানটি স্থগিত করছি। পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।’

এ বছর গ্র্যামিতে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিলেন জন বাতিস্তে। আর অ্যান্ড বি, জ্যাজ, আমেরিকান লোকসংগীত, ক্ল্যাসিক্যাল, সংগীতচিত্রসহ ১১টি শাখায় মনোনয়ন জিতেছেন তিনি। এ ছাড়া জাস্টিন বিবার, ডোজা ক্যাট, হার প্রত্যেকে আটটি করে মনোনয়ন পেয়েছেন।

গত বছরও এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়। জানুয়ারির পরিবর্তে মার্চের মাঝামাঝি সময়ে সীমিত অতিথি নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করেছিল কর্তৃপক্ষ। এতে উপস্থিত হয়েছিলেন কেবল পুরস্কারপ্রাপ্তরা। ১৯৫৯ সালের ৪ মে প্রথম অনুষ্ঠিত হয় গ্র্যামি অ্যাওয়ার্ডস। ন্যাশনাল একাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেসের এই আয়োজন এখন বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার।