ঢাকাশনিবার , ২৫ ডিসেম্বর ২০২১
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

শহীদ মিনারে জুতা পায়ে ইউপি সদস্যরা

নিজস্ব প্রতিনিধি,দৈনিক ডাকবাংলা ডট কম
ডিসেম্বর ২৫, ২০২১ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যরা শপথ নিয়ে শহীদ মিনারে গিয়েছিলেন মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। কিন্তু সেখানে গিয়ে তাঁরা অশ্রদ্ধাই দেখিয়েছেন। জুতা পায়ে শহীদ মিনারে উঠে ফটোসেশন করেছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকার বীর মুক্তিযোদ্ধাসহ সচেতনমহল।

৩০ লাখ শহীদের বিনিময়ে অর্জিত বিজয়ের মাসেই এমন ঘটনা ঘটেছে গত বুধবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে। এই ঘটনায় জড়িতরা উপজেলার যদুনাথপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য। ওই দিন রাতেই ফটোগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ছবিগুলো ফেসবুকে শেয়ার দেওয়ায় মো. আল-মামুন নামের এক যুবলীগকর্মী স্থানীয় এক সংবাদকর্মীকে তথ্য-প্রযুক্তি আইনে মামলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অনোয়ার হোসেন কালু এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন,
‘কাজটা খুবই দুঃখের ও ন্যক্কারজনক। এঁদের উচিত শাস্তি হওয়া দরকার।’

ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। যদি তাঁরা এ কাণ্ড করে থাকেন তাহলে কাজটি খারাপ করেছেন।’