ঢাকাবুধবার , ২২ ডিসেম্বর ২০২১
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালে ক্রিসমাস ও বর্ষবরণ উপলক্ষে নতুন বিধিনিষেধ

নিজ্বসপ্রতিনিধি, দৈনিক ডাক বাংলা
ডিসেম্বর ২২, ২০২১ ১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রিসমাস এবং নতুন বছরকে ঘিরে পর্তুগীজদের মধ্যে থাকে আলাদা উন্মাদনা

বড়দিন এবং ৩১ ডিসেম্বর রাতে অন্য চেহারা ধারণ করে রাজধানী লিসবনের প্রাসাদে কমার্সিও। কানায় কানায় ভরপুর হয়ে যায় তার চারি পাশ। একি সাথে নেচে গেয়ে পুরানো বছরের সকল গ্লানি মুছে ফেলে নতুন বছরকে স্বাগত জানান সবাই।

কিন্তু করোনা মহামরি থাকায় গত বছরের ন্যায় এবারও ক্রিসমাস ও বর্ষবরণ উপলক্ষে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে পর্তুগাল সরকার।

প্রধানমন্ত্রীর আন্তনিও কোস্তা এনিয়ে ব্রিফিং করেন। নিম্নে তার সারসংক্ষেপ:

★টেলিওয়ার্কিং ম্যানডেটরি।

★কিন্ডার গার্ডেন সমূহ বন্ধ থাকবে।

★ নাইট ক্লাব এবং বারগুলো বন্ধ ( ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলো কে সরকার সহায়তা দিবে )।

★ ২৫ ডিসেম্বর রাত ১২ টা থেকে যে কেউ রেষ্টুরেন্ট,ক্যাসিনো বা উৎসব পার্টি ইত্যাদিতে ডুকতে হলে কভিড নেগেটিভ টেস্ট বা ভ্যাকসিন সার্টিফিকেট শো করে ডুকতে হবে ।

★রাস্তায় দশজনের বেশী একত্র হতে পরবেন না।

★’পাবলিক হাইওয়েতে’ কোনও অ্যালকোহল সেবন করা যাবে না। মানে বন্ধুদের সাথে উদযাপন করার জন্য বাইরে শ্যাম্পেনের বোতল নিয়ে যাওয়া যাবে না।




Biggapon