1. admin@doinikdakbangla.com : Admin :
পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে আসছে আজ » দৈনিক ডাক বাংলা
শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১, ০৬:৪০ পূর্বাহ্ন

পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে আসছে আজ

অনলাইন ডেস্ক রিপোর্ট, দৈনিক ডাক বাংলা ডটকম
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩৪ বার পঠিত

তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শনিবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকট দল। আগামী ১৬ তারিখ আসার কথা থাকলেও বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেওয়ায় তিন দিন আগেই ঢাকায় আসছে বাবর আজমরা।

জানা গেছে, সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সরাসরি টিম হোটেলে অবস্থান করবেন শোয়েব মালিকরা। করোনা টেস্টে নেগেটিভ আসলে রবিবার (১৪ নভেম্বর) থেকে অনুশীলন শুরু করবেন পাক ক্রিকেটাররা।
আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত মিরপুর অনুশীলন করবেন তারা। এছাড়া বৃহস্পতিবার ফ্লাডলাইটের নিচে অনুশীলন করার কথা রয়েছে পাকিস্তানের।

১৯, ২০ এবং ২২ নভেম্বর মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি। ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। আর ৪ থেকে ৮ ডিসেম্বর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ডাক বাংলা

Theme Customized BY LatestNews