ঢাকাসোমবার , ১ নভেম্বর ২০২১
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে ছেলের পক্ষে কাজ করায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি,দৈনিক ডাকবাংলা ডট কম
নভেম্বর ১, ২০২১ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছেলের পক্ষে কাজ করতে গিয়ে বহিষ্কার হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম বজলুল কাদের শাহজাহান। সোমবার (১ নভেম্বর) প্রকাশিত দলের একটি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম বজলুল কাদের শাহজাহানের ছেলে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লক্ষীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
একই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে লড়াই করছেন মো. আজাহারুল হক তুহিন। কিন্তু সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দলীয় প্রার্থীর স্থলে তার ছেলে বিএনপি নেতা সুজার পক্ষে কাজ করছেন। এ কারণে গত শুক্রবার অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তাকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে সতর্ক করা হচ্ছিল। সদরের সভাপতির ছেলে এস এম শফিকুল কাদের সুজা দীর্ঘদিন ধরে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার পক্ষে কাজ না করার জন্য তাকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে। এ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করেন নাই।

এ বিষয়ে জানতে চাইলে এস এম বজলুল কাদের শাহজাহান জানান, শারীরিক অবস্থা ভালো না। কোমর ও পায়ে ব্যথায় চলাফেরায় সমস্যার কারণে দলীয় নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারব না জানিয়ে কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছি। বহিষ্কার করলে তো আমাকে নোটিশ দিয়ে জানাতে হবে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ জেলা কমিটির সভায় প্রমাণিত হওয়ায় তাকে নিয়ম অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় কমিটিতে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্র থেকে সিদ্ধান্ত পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।