ঢাকাসোমবার , ১১ অক্টোবর ২০২১
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

মুস্তাফিজকে বিশ্রামে রেখেই নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি,দৈনিক ডাকবাংলা ডট কম
অক্টোবর ১১, ২০২১ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আইপিএলে রাজস্থান রয়ালসের হয়ে টানা খেলার মধ্যেই ছিলেন মুস্তাফিজুর রহমান। তাই আপাতত তাঁকে আর খেলানোর কোনো প্রয়োজন দেখছে না বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সুতরাং আজ আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে বিশ্রামেই থাকার কথা ‘ফিজ’-এর। ফোনে সেরকমই জানালেন দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার, ‘বিশ্বকাপের ভেন্যু থেকে ভেন্যুতে (সংযুক্ত আরব আমিরাতে) ঘুরেই সে খেলছিল। কাজেই এই প্রস্তুতি ম্যাচে ওর না খেলারই সম্ভাবনা বেশি।’

তাঁর দল আইপিএল থেকে ছিটকে পড়লেও এখনো আছে কলকাতা নাইট রাইডার্স। কাল রাতে শারজায় এলিমিনেটর ম্যাচে তাদের হয়ে মাঠে নেমেছেন সাকিব আল হাসানও। কাজেই এই অলরাউন্ডারেরও আজকের ম্যাচ খেলার কোনো সম্ভাবনাই নেই। অর্থাৎ বাড়তি সদস্য রুবেল হোসেনকে ধরে শ্রীলঙ্কা ম্যাচের জন্য আছেন ১৪ জন। আর এই ম্যাচ দিয়েই বিশ্বকাপ আবহে ঢুকে পড়ছে বাংলাদেশ। এর আগে মাসকাটে ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার অভিজ্ঞতা অনেক কাজে দিয়েছে বলে জানালেন হাবিবুল। এবার আবুধাবিতেও নির্ধারিত দুটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ থেকে বাংলাদেশ শিবির কাজে লাগার মতো আরো অভিজ্ঞতা সঞ্চয় করতে চায়। সে বিষয়ে ধারণা দিতে গিয়ে এই নির্বাচক বললেন, ‘ওমানে তো খেলে এলাম। এবার এখানে খেলে উইকেট এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ও বুঝে নেওয়ার ব্যাপার আছে। দুটি ম্যাচ আছে। ঘুরিয়ে-ফিরিয়ে সবাইকেই খেলানো হবে।’
মাসকাট থেকে আগের দিনই আবুধাবিতে পা রাখা বাংলাদেশ দলের চোখে দুই শহরের আবহাওয়ার পার্থক্যও ধরা পড়েছে। দুই জায়গায় দুই রকম বলে রণপরিকল্পনায়ও তা ভিন্নতা আনবে নিশ্চিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে সব ম্যাচ রাতেই। ওমানে রাতে খেলার চ্যালেঞ্জও একটু বেশি বলে মনে হলো হাবিবুলের কথায়, ‘আমাদের বিশ্বকাপ প্রস্তুতির ওমান অংশটি খুব ভালো কেটেছে। আগে এসে আমরা অনুশীলন যেমন করেছি, তেমনি ম্যাচও খেলা হয়েছে। গরম আবুধাবির মতো না হলেও মাসকাটের একটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। সেখানে রাতে কুয়াশা পড়ে, যা আমি আবুধাবিতে দেখিনি। এই ব্যাপারটি আমরা আগে থেকে জানতাম না।’

১৭ অক্টোবর স্কটল্যান্ড ম্যাচ দিয়ে মাসকাটেই টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে মাহমুদ উল্লাহর দলের। প্রথম পর্বে ১৯ ও ২১ অক্টোবর বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক ওমান এবং পাপুয়া নিউ গিনির। আল আমরাত স্টেডিয়ামে রাতের কুয়াশার কথা মাথায় রেখেই নিশ্চয়ই সাজবে বাংলাদেশের পরিকল্পনা। কুয়াশা পড়লে সাধারণত পরে বোলিং করা দলের একটু সমস্যা হয়ে যায়। বিশেষ করে স্পিনারদের জন্য বল গ্রিপ করা মুশকিল তখন। কিন্তু প্রথম পর্বের বাধা পার হলে সংযুক্ত আরব আমিরাতেও খেলতে হবে বাংলাদেশকে। তাই আবার ওমান ফিরে যাওয়ার আগে আবুধাবি থেকেও স্বচ্ছ ধারণা নিয়ে যেতে চায় বাংলাদেশ। তবে আজ প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচের আগে পুরো দলকে দেখে নির্ভারই লাগছে হাবিবুলের, ‘সবাইকে ঝরঝরেই লাগছে। মনে হচ্ছে না কারো মধ্যে কোনো টেনশন আছে। আত্মবিশ্বাসীও মনে হচ্ছে সবাইকে।’ দেশের ধীরগতির উইকেটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে রান করতে লড়াই করা ব্যাটসম্যানরাও স্বস্তির কারণ হয়ে উঠেছেন হাবিবুলের, ‘‘জানতাম যে ভালো উইকেটে খেলা হলে ব্যাটসম্যানরা রান পাবে। ওমান ‘এ’ দলের বিপক্ষে কয়েকজন তা পেয়েছেও। আমি তাই শঙ্কার কিছু দেখছি না।’’