ঢাকারবিবার , ১০ অক্টোবর ২০২১
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

টিকা নেওয়া যাত্রীর বাহরাইনে পৌঁছে কভিড পরীক্ষা

Link Copied!

বাংলাদেশ থেকে বাহরাইনে গিয়ে যাত্রীদের তিন দফা নভেল করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষা করাতে হবে। আর কোনো যাত্রী যদি বাহরাইনের অনুমোদিত কভিড টিকা না নিয়ে থাকে তবে যাওয়ার আগেই তাকে কভিড পরীক্ষা করাতে হবে। বাহরাইন সরকারের এই নির্দেশনার ভিত্তিতে মানামায় বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির চেয়্যারম্যান তাজ উদ্দিন এ তথ্য জানায়।

উল্লেখ্য, গতকাল রবিবার বাংলাদেশ থেকে বাহরাইনে প্রবেশে নিষেধাজ্ঞা উঠে গেছে। বাংলাদেশিদের বাহরাইন সরকারের নির্দেশনা অনুযায়ী ভ্রমণ পরিকল্পনা সাজাতে অনুরোধ জানানো হয়েছিল।

বাংলাদেশ দূতাবাস জানায়, বাহরাইনে, উপসাগরীয় দেশে বা যে দেশগুলোর সঙ্গে বাহরাইনের টিকার স্বীকৃতিবিষয়ক সমঝোতা আছে এমন টিকা নেওয়া যাত্রীদের যাওয়ার আগে আরটি পিসিআর পরীক্ষা করাতে হবে না। এর পাশাপাশি তাদের ১০ দিনের ‘হোম কোয়ারেন্টিনের’ হোটেল বুকিং দেখাতে হবে না। বাহরাইন বিমানবন্দরে পৌঁছার পর তাদের কভিড পরীক্ষা করানো হবে। এরপর পঞ্চম দিন ও দশম দিনে আরো দুবার কভিড পরীক্ষা করাতে হবে। এই তিনটি পরীক্ষার জন্য প্রত্যেক যাত্রীকে ৩৬ বাহরাইন দিনার (প্রায় আট হাজার ২০০ টাকা) দিতে হবে।

বাংলাদেশ দূতাবাস জানায়, অনুমোদিত টিকা গ্রহণ করেননি এমন যাত্রীদের রওনা হওয়ার আগের ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর পরীক্ষার ‘নেগেটিভ সনদ (কিউআর কোডসহ)’ দেখাতে হবে। তাদের ১০ দিনের ‘কোয়ারেন্টিনের’ জন্য সরকার নির্ধারিত হোটেলে বুকিং বা নিজস্ব চুক্তি করা বাসায় থাকবে—এমন প্রমাণও দেখাতে হবে। বাহরাইনে পৌঁছার পর তাদেরও তিন দফা কভিড পরীক্ষা করাতে হবে।

তাছাড়াও বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির চেয়্যারম্যান জনাব তাজ উদ্দিন উল্লেখ্য বিষয়গুলো নিয়ে পোস্ট এবং লাইভ বিভিন্ন সামাজীক যোগাযোগ মাধ্যমে বাহরাইন প্রবাসীদেরকে তুলে ধরেন।