ঢাকারবিবার , ৩ অক্টোবর ২০২১
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

কালচারাল গ্রুপ অব পর্তোর শিক্ষা সফর সম্পন্ন

নিজ্বসপ্রতিনিধি, দৈনিক ডাক বাংলা
অক্টোবর ৩, ২০২১ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

প্রবাসে দেশীয় ও ইসলামিক সাংস্কৃতি বিকাশের লক্ষে কাজ করা সংগঠন ” কালচারাল গ্রুপ অব পর্তো” পর্তুগাল এর বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।

আজ ৩ অক্টোবর ২০২১ পর্তো থেকে স্পেনের ইলা দো ট্রোসায় এ সফর পরিচালিত হয়েছে।

CRCIPT র পর্তো মহানগর সভাপতি জনাব নবীউল হক এর তত্ত্বাবধানে সংগঠনটির চেয়ারম্যান জনাব মু নজরুল ইসলামের পরিচালনায় শিক্ষা সফরে মেহমান ছিলেন লিসবন শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক জনাব আবু নাঈম মু. শহীদুল্লাহ।

শিক্ষা সফরকে আনন্দময় করে তোলার জন্য শিল্পীদের ইসলামি ও দেশীয় গান,বিভিন্ন খেলাধুলা, কুইজ ও পুরস্কার বিতরনী করা হয়।

সমাপনীতে জনাব আবু নাঈম মু.শহীদুল্লাহ বলেন আমরা যারা পর্তুগালে বসবাস করতেছি আমাদের উচিৎ এদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং আমাদের কাজ ও কর্মের মাধ্যমে প্রবাসে বাংলাদেশকে সুন্দর ভাবে তুলে ধরতে হবে।