1. admin@doinikdakbangla.com : Admin :
বিয়ের সানাই বাজল বলে... শ্রদ্ধা কাপুর » দৈনিক ডাক বাংলা
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১, ০৫:১৫ অপরাহ্ন

বিয়ের সানাই বাজল বলে… শ্রদ্ধা কাপুর

অনলাইন ডেস্ক রিপোর্ট, দৈনিক ডাক বাংলা ডটকম
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৫৯ বার পঠিত

প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন থেকে সোনম কাপুর—গেল কয়েক বছর ধরে বলিউড অভিনেত্রীরা একের পর এক বিয়ের পিঁড়িতে বসছেন। এবার পালা শ্রদ্ধা কাপুরের। অনেক দিন ধরেই গুজব, আলোকচিত্রী রোহান শ্রেষ্ঠর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিতই তাঁদের একসঙ্গে দেখা যায়। শ্রদ্ধা-রোহানের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, দুজনই বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। শ্রদ্ধার খালা অভিনেত্রী পদ্মিনী কোলাপুরীকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করলে বলেন, ‘এমন কিছু [বিয়ে] হলে আপনারা জানবেন।’ তবে রোহানের চাচাতো ভাই প্রিয়াঙ্ক শর্মা বলেন, ‘বিয়ে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে এটুকু বলতে পারি বিয়ে নিয়ে তারা সিরিয়াসলি ভাবছে।’ রোহানের বাবা রাকেশ শ্রেষ্ঠ শ্রদ্ধার সঙ্গে তাঁর ছেলের সম্পর্কের কথা স্বীকার করে বলেন, ‘তারা যদি বিয়ের সিদ্ধান্ত নেয় তাহলে খুশি মনেই প্রস্তুতি শুরু করব।’ একই সুরে কথা বলেছেন শ্রদ্ধার বাবা শক্তি কাপুরও, ‘রোহানের বাবা আমার অনেক দিনের বন্ধু। অনেক বিষয়েই আমাদের কথা হয়। তবে ছেলের বিয়ের প্রস্তাব তিনি দেননি। আজকালকার ছেলে-মেয়েরা তো এসব সিদ্ধান্ত নিজেরাই নেয়। শ্রদ্ধা যদি ওর জীবনসঙ্গী ঠিক করে তবে অবশ্যই আমি খুশি মনে রাজি হব।’ তবে বিয়ে প্রসঙ্গে রোহান ও শ্রদ্ধা এখনো মুখ খোলেননি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ডাক বাংলা

Theme Customized BY LatestNews