ঢাকাবুধবার , ১৪ জুলাই ২০২১
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের গুলিতে প্রাণ গেল যুবকের

নিজস্বপ্রতিনিধি, দৈনিক ডাক বাংলা ডটকম
জুলাই ১৪, ২০২১ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিএসএফের গুলিতে প্রাণ গেল যুবকের
গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল ভোরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক দুলালী সীমান্তে।

লালমনিরহাটের আদিতমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুবল চন্দ্র (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল ভোরে আদিতমারীর তালুক দুলালী সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত সুবল সীমান্ত এলাকা ফলিমারী (মাঝাপাড়া) গ্রামের পেল্কু রামবর্মণের ছেলে। দুপুরের দিকে তাঁর মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

বিজিবি ও সীমান্ত এলাকার লোকজন জানায়, বুধবার ভোরের দিকে ভারতীয়দের সহায়তায় আরো কয়েকজন বাংলাদেশিসহ সুবল কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পারাপার করছিলেন। এ সময় বিএসএফের একটি টহলদল বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছুড়লে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলেই মারা যান সুবল। নিহত সুবলের সাত বছর বয়সী একটি মেয়ে আছে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম জানান, এ ঘটনার প্রতিবাদ জানানোসহ নিহতের মরদেহ ফেরত চাওয়া হয়েছে।