ঢাকামঙ্গলবার , ২২ জুন ২০২১
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

সবাই এখন করোনার টিকা ব্যবসায়ী: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক,দৈনিক ডাক বাংলা
জুন ২২, ২০২১ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, সবাই এখন করোনার টিকা ব্যবসায়ী। সাংবাদিক, সাহিত্যিক, গায়ক, ব্যবসায়ী সবাই টিকা ব্যবসায়ী। যুক্তরাষ্ট্র সফর শেষে মঙ্গলবার মন্ত্রণালয়ের নিজ দফতরে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সবাই আমাদের কাছে টিকা বিক্রির জন্য আসছে। ভ্যাকসিন একটা মজার জিনিস। এখন সাংবাদিক, সাহিত্যিক, গায়ক, ব্যবসায়ী সবাই ভ্যাকসিন ব্যবসায়ী।

তিনি বলেন, অনেকে বলে যে টিকা দেব কিন্তু কেউ দেয় না। আবার দেওয়ার সময় জিজ্ঞাসা করে যে, অমুক জিনিসে আমাকে সমর্থন দেবেন কিনা। এখন দেখা যাচ্ছে এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে উদাহরণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, ‘একটা মজার কাহিনী বলি। আমেরিকার অনেক ব্যক্তিবিশেষ আমাদের জানিয়েছেন যে, অমুক লোক অনেক টিকা দিতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমেরিকার লোক আমাদের জানিয়েছে, তারা রাশিয়ান টিকার ডিলারশিপ পেয়েছে কিন্তু রাশিয়া সরকার আমাদের জানিয়েছে তাদের কোনও ডিলারই নাই।’