ঢাকাবৃহস্পতিবার , ৩ জুন ২০২১
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

এক নজরে দেখে নিন ১৪ জুন থেকে কি কি পরিবর্তন হচ্ছে

Link Copied!

পর্তুগালে বিশ্বমহামারি করোনাভাইরাসের সংক্রমণ হার বর্তমানে অনেকটা নিয়ন্ত্রণে থাকায় । আগামী ১৪ জুন থেকে পূর্বের জারি করা অনেকগুলো বিধিনিষেধ শিথিল করা হচ্ছে । বুধবার (২ জুন) দেশটির প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তা বিস্তারিত তুলে ধরেন।

মূলত দুটি ধাপে বিধিনিষেধগুলো শিথিল করা হচ্ছে।

প্রথমধাপ ১৪ জুন থেকে যেসব বিধিনিষেধগুলো শিথিল করা হচ্ছে। তাহলো

★ টেলি ওয়ার্ক শিথিল করা হয়েছে।

★ রেস্টুরেন্ট গুলোতে ভেতরে একই টেবিলে ৬ জন এবং বাইরের টেবিলে একত্রে ১০ জন বসতে পারবেন।

★ রেস্টুরেন্টগুলো রাত ১টা পর্যন্ত খোলা রাখা যাবে,কিন্তু শেষ অর্ডার নিতে পারবে রাত সাড়ে ১২টা পর্যন্ত।

★ শপিং সেন্টার গুলোর জন্য নির্দিষ্ট কোন বিধিনিষেধ নেই । যেমন খোলা রাখা বন্ধ করার সময়সূচী এবং কাষ্টমারের সংখ্যা ।

★ পাবলিক ট্রান্সপোর্টগুলোতে ফুল সিট নিয়ে যাত্রী পরিবহন করতে পারবে । ট্রান্সপোর্টের সর্বমোট যাত্রী ক্ষমতার ৩ ভাগের দুই ভাগ বহন করতে পারবে ।

★ স্টেডিয়াম বা মাঠগুলোতে মোট ধারন ক্ষমতার ৩৩% দর্শক নিয়ে খেলা পরিচালনা করা যাবে। তবে এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে।

দ্বিতীয় ধাপ ২৮ শে জুন থেকে আগাস্ট পর্যন্ত যা যা পরিবর্তন হচ্ছে।

★ Loja da cidadão অফিসগুলো কোন ধরনের পূর্ব এপোয়েন্টমেন্ট ছাড়া সার্ভিস দিবে । বর্তমানে যেখানে যেতে হলে আগে এপোয়েন্টমেন্ট নিয়ে যেতে হয় । ২৮শে জুন থেকে তা আর প্রযোজ্য হবে না ।

★ পাবলিক ট্রান্সপোর্টে যাত্রীর জন্য ধারন ক্ষমতার কোন বিধিনিষেধ থাকবে না ।

আগামী আগস্ট পর্যন্ত যে সকল প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

★ ডিস্কো এবং বার।
★ মেলা , জনপ্রিয় অনুষ্ঠান এবং তীর্থস্হানগুলো।

★ বিবাহ অনুষ্ঠানে ভেন্যুর ধারন ক্ষমতার ৫০% এর অধিক লোক ।

উল্লেখ্য বন্ধ থাকা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো সরকারের সহযোগিতা পাবে।Biggapondak bangla