ঢাকাশনিবার , ১৫ মে ২০২১
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয়বারের মতো PBFA এর পক্ষ থেকে কমিউনিটির জন্য উপহার সামগ্রী বিতরন সম্পন্ন

উপ-সম্পাদক, শহীদ আহমদ
মে ১৫, ২০২১ ১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

গতকাল ১৪ ই মে ২০২১, পবিত্র ঈদের পরের দিন জুম্মার নামাজের পর তৃতীয়বারের মতো Portugal Bangladesh Friendship Association – PBFA এর পক্ষ থেকে কমিউনিটির জন্য উপহার সামগ্রী বিতরন করা হয়। আজকের এই এই প্যাকেটে ছিল এক প্যাকেট প্যারাসিটামল, ২৫ টি ফেইস মাস্ক ও একটি স্যানিটাইজার জেল।

২০১৫ সালে সংগঠনটির জন্মের পর থেকে আজ অবধি এই সংগঠন নীরবে নিভৃতে স্থানীয় বাংলাদেশী সহ সর্ব স্তরের কমিউনিটি মানুষদের সাথে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। বিগত সময়ে শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতিক ও ভাষা নিয়ে বিভিন্ন সভা ও সেমিনারের আয়োজন করেছে।

২০১৭ সালে লিসবন মিউনিসিপ্যালিটির সাথে সমন্বয় করে ভাষা দিবসে বাংলা ভাষার দিক বিদিক ও কবিতা পাঠের মাধ্যমে সমন্বয় সাধন করেছে।

২০১৮ সালে মারতিম মনিজ হেলথ সেন্টারের সাথে সমন্বয় করে বিপুল সংখ্যক ডাক্তার, নার্স ও পর্তুগীজ স্থানীয় প্রশাসনিক মানুষদের নিয়ে সেমিনারের আয়োজন করে। এই অনুষ্ঠানে লিসবনস্থ বাংলাদেশ দুতাবাসের মান্যবর রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

এছাড়াও, প্রতি বছর বেশ দুটি বনভোজন, বাংলাদেশ ও পর্তুগালের জাতীয় দিবস গুলো উদযাপন করে থাকে। বিগত ছয় বছরে এই সংগঠন প্রতিমাসে সদস্যদের সন্মানার্থে একটি করে ডিনারের আয়োজন করে আসছে।

বাংলাদেশের সাথে পর্তুগালের একটি সেতুবন্ধনের দৃঢ় সংকল্প নিয়ে Portugal Bangladesh Friendship Association – PBFA এগিয়ে যাচ্ছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রেসিডেন্ট জনাব রানা তাসলিম উদ্দিন বলেন,কমিউনিটির মানুষদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে সেবা দান ও সেবা গ্রহন করা উচিত। তবেই আমরা পর্তুগিজ মূলধারার সাথে একটি সুন্দর সুশৃঙ্খল সেতুবন্ধন তৈরি করে বাংলাদেশকে পর্তুগালে সুপরিচিত করে তুলতে পারবো। আর এর মাধমে আমাদের অধিকারগুলো বাস্তবায়ন করার সুযোগ পাবো।