1. admin@doinikdakbangla.com : Admin :
লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষ » দৈনিক ডাক বাংলা
রবিবার, ২০ জুন ২০২১, ০৭:৫০ অপরাহ্ন

লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষ

উপ-সম্পাদক, শহীদ আহমদ
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ১৮১ বার পঠিত
(সংগৃহীত)

করোনা মহামারির জন্যে সারা দেশে চলছে একযোগে লকডাউন। জরুরী সেবা সমূহ ছাড়া বাকি সকল অফিস আদালত বন্ধ ।

সরকারী সকল কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ না দিলেও মাস শেষে সময় মতো তাদের একাউন্টে অটো বেতন জমা হয়ে যাবে। তাই লকডাউনে তাদের কোনো চিন্তা বা মাথা ব্যথা নেই!

কিন্তু বিপরীত সমাজের একশ্রেণীর মানুষের। যারা নিত আনে নিত খায়! লকডাউনে দেশের সব কিছু বন্ধ থাকায় তাদের আয় রোজগারের সকল পথ বন্ধ এমতাবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন। কিভাবে ফ্যামেলী চালাবেন কোনো পথই খুঁজে পাচ্ছেন না। হঠাৎ এমন লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষগুলো।

আসুন নিজ নিজ সাধ্যমতো আশপাশের নিম্ন আয়ের মানুষের প্রতি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেই। আপনার আমার সহানুভূতি হতে পারে তাদের একবেলা তৃপ্তির হাসির কারন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ডাক বাংলা

Theme Customized BY LatestNews