ঢাকাবৃহস্পতিবার , ১ এপ্রিল ২০২১
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

সম্পূর্ন বিনা মূল্যে বিমান টিকেট পরিবর্তন করুন।

উপ-সম্পাদক, শহীদ আহমদ
এপ্রিল ১, ২০২১ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

অনেকেই অনেক পূর্ব থেকে প্ল্যান করেছেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যাবেন। মা-বাবা ফ্যামেলী র সাথে কয়টা দিন সূখে শান্তিতে কাটাবেন। সেই প্ল্যান অনুযায়ী অনেকেই দেশে যাওয়া এবং আসার জন্যে বিমান টিকেট করেন।

কিন্তু হঠাৎ বাংলাদেশ সরকার গত ৩০/৩/২১ তারিখে একটি সারকুলার জারি যে, ইউরোপের যেকোনো দেশ থেকে বাংলাদেশে গেলে বাধ্যতামূলক ১৪ দিন নিজ খরছে সরকার কতৃর্ক হোটেলগুলোতে কোয়ারেন্টাইন পালন করতে হবে।

এবং আজ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ তাদের ৩০/০৩/২০২১ তারিখের সারকুলারটি বাতিল করে একটি নতুন একটি সারকুলার জারি করেছে। এ সারকুলার মোতাবেক একমাত্র যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সকল দেশ হতে বাংলাদেশে যাত্রী প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এমতাবস্থায় যে বা যারাই দেশে যাওয়া আসার জন্যে বিমান টিকেট কনফার্ম করছেন। চিন্তায় পড়ে গেছেন কি করবেন কি না! টিকেট চেইঞ্জ করতে তো হবে।আবার অনেকেই আছেন এ বছর দেশে যাওয়াও বাতিল করে দিয়েছেন।

যারা বিমান টিকেট পরিবর্তন বা রিফাউন্ড করতে চাচ্ছেন তাদের দুশ্চিন্তার কোনো কারন নেই।এমিরেটস এয়ারলাইন্স করোনাকালীন সময়ে সম্পূর্ন বিনা মূল্যে তারা তাদের গ্রাহকদের টিকেট পরিবর্তন বা রিফাউন্ড করছে। এতে করে বাড়তি কোনো চার্জ দিতে হবে না গ্রহককে।
অনেকই অভিযোগ করছেন যে,কিছু অসাধু ট্রাভেল এজেন্সী তারা গ্রহকের কাছে পরিবর্তন বাবত বিভিন্ন বাহানা দিয়ে অতিরোক্ত ৫০/১০০/১৫০ ইউরো এর মতো অতিরোক্ত চার্জ চাচ্ছেন। যা সম্পূর্নরূপে অন্যায় বা অবৈধ!

অবশ্যই তারা সার্ভিস চার্জ হিসাবে ৫/১০ ইউরো নিলে সেটা সম্পূর্ন ভিন্ন কথা।

তার পরও যদি কোনো এজেন্সী অতিরোক্ত কোনো চার্জ দাবি করে। তাহলে নিশ্চয় আপনি পুলিশ কমপ্লিন করে আইননুসারে তাদের বিরোদ্ধে প্রদেক্ষেপ নিতে পারবেন।