1. admin@doinikdakbangla.com : Admin :
স্পেনে রাষ্ট্রদূত হচ্ছেন সারওয়ার মাহমুদ » দৈনিক ডাক বাংলা
সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ০৪:২০ অপরাহ্ন

স্পেনে রাষ্ট্রদূত হচ্ছেন সারওয়ার মাহমুদ

নিজস্বপ্রতিনিধি, দৈনিক ডাক বাংলা ডটকম
  • প্রকাশের সময়: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২০ বার পঠিত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ সারওয়ার মাহমুদকে স্পেনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সারওয়ার মাহমুদ বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচের একজন পেশাদার ফরেন সার্ভিস কর্মকর্তা। বর্ণাঢ্য কূটনৈতিক জীবনে তিনি ব্রাসেলস, সিঙ্গাপুর, নিউইয়র্ক ও হংকংয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়েও তিনি একাধিক অনুবিভাগে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

সারওয়ার মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজের একজন ফেলো। এ দেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকেও তিনি ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি)’ সম্পন্ন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ডাক বাংলা

Theme Customized BY LatestNews