1. admin@doinikdakbangla.com : Admin :
ইতালির ভেনিসে কনস্যুলার সেবা নিয়ে অসন্তোষ প্রবাসীরা,সেবা নিতে জড়ো হয়েছেন হাজারও প্রবাসী! » দৈনিক ডাক বাংলা
সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৩ অপরাহ্ন

ইতালির ভেনিসে কনস্যুলার সেবা নিয়ে অসন্তোষ প্রবাসীরা,সেবা নিতে জড়ো হয়েছেন হাজারও প্রবাসী!

নিজস্বপ্রতিনিধি, দৈনিক ডাক বাংলা ডটকম
  • প্রকাশের সময়: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪৮ বার পঠিত

ইতালির মিলানের বাংলাদেশ কনস্যুলেট ভেনিসে বসবাসরত বাংলাদেশিদের বিশেষ কনস্যুলার সেবা প্রদানের উদ্দেশ্যে ভেনিসে দুই দিনের বিশেষ ক্যাম্প পরিচালনার উদ্যোগ নেয়।

আজ শনিবার থেকে সেবা দেয়া শুরু করে রবিবার পর্যন্ত কনস্যুলার সেবা কার্যক্রম অব্যাহত থাকার কথা থাকলেও বিভিন্ন অনিয়ম এবং অব্যবস্থাপনা তা বন্ধ হয়ে যায় ।

করোনার শত ঝুঁকি নিয়েও কনস্যুলার বিভিন্ন সেবা না পাওয়ায় বিপুল পরিমাণ মানুষ এসে জড়ো হয়েছেন সেবা নিতে। নির্ধারিত স্থানের বাইরে প্রায় ১৫০০‘শ বেশী প্রবাসীকে জড়ো হতে দেখা যায়।

অব্যবস্থাপনায় বিপুল পরিমাণে প্রবাসী মানুষ সেখানে জড়ো হওয়ায় বাধ্য হয়ে বর্তমানে কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রসাশন। ফলে কনস্যুলার সেবা নিতে আসা অল্প সংখ্যক মানুষ সেবা পেলেও হাজারো মানুষকে ফিরতে হচ্ছে সেবা গ্রহণ ছাড়াই। উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের মাঝে সৃষ্টি হয়েছে অসন্তোষ আর ক্ষোভ। অনেকেই এখনো অপেক্ষমান আছেন সেবা পাবেন এই আশায়।

মিলানের বাংলাদেশ কনস্যুলেটে কনস্যুলার সেবা পেতে অসন্তোষের কথা ইতালি প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের অভিযোগ। অব্যবস্থাপনা আর দূর্নীতিরও অভিযোগ রয়েছে অনেক।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ডাক বাংলা

Theme Customized BY LatestNews