ঢাকাশনিবার , ২০ ফেব্রুয়ারি ২০২১
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

ইতালির ভেনিসে কনস্যুলার সেবা নিয়ে অসন্তোষ প্রবাসীরা,সেবা নিতে জড়ো হয়েছেন হাজারও প্রবাসী!

নিজস্বপ্রতিনিধি, দৈনিক ডাক বাংলা ডটকম
ফেব্রুয়ারি ২০, ২০২১ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ইতালির মিলানের বাংলাদেশ কনস্যুলেট ভেনিসে বসবাসরত বাংলাদেশিদের বিশেষ কনস্যুলার সেবা প্রদানের উদ্দেশ্যে ভেনিসে দুই দিনের বিশেষ ক্যাম্প পরিচালনার উদ্যোগ নেয়।

আজ শনিবার থেকে সেবা দেয়া শুরু করে রবিবার পর্যন্ত কনস্যুলার সেবা কার্যক্রম অব্যাহত থাকার কথা থাকলেও বিভিন্ন অনিয়ম এবং অব্যবস্থাপনা তা বন্ধ হয়ে যায় ।

করোনার শত ঝুঁকি নিয়েও কনস্যুলার বিভিন্ন সেবা না পাওয়ায় বিপুল পরিমাণ মানুষ এসে জড়ো হয়েছেন সেবা নিতে। নির্ধারিত স্থানের বাইরে প্রায় ১৫০০‘শ বেশী প্রবাসীকে জড়ো হতে দেখা যায়।

অব্যবস্থাপনায় বিপুল পরিমাণে প্রবাসী মানুষ সেখানে জড়ো হওয়ায় বাধ্য হয়ে বর্তমানে কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রসাশন। ফলে কনস্যুলার সেবা নিতে আসা অল্প সংখ্যক মানুষ সেবা পেলেও হাজারো মানুষকে ফিরতে হচ্ছে সেবা গ্রহণ ছাড়াই। উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের মাঝে সৃষ্টি হয়েছে অসন্তোষ আর ক্ষোভ। অনেকেই এখনো অপেক্ষমান আছেন সেবা পাবেন এই আশায়।

মিলানের বাংলাদেশ কনস্যুলেটে কনস্যুলার সেবা পেতে অসন্তোষের কথা ইতালি প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের অভিযোগ। অব্যবস্থাপনা আর দূর্নীতিরও অভিযোগ রয়েছে অনেক।