ঢাকারবিবার , ৩১ জানুয়ারি ২০২১
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

তিজারাত বিডি’র আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’২১ সম্পন্ন

নিজস্বপ্রতিনিধি, দৈনিক ডাক বাংলা ডটকম
জানুয়ারি ৩১, ২০২১ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

তিজারাত বিডি’র উদ‍্যোগে আয়োজিত “আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত (২৯ জানুয়ারি ‘২১ শুক্রবার) সুসম্পন্ন হয়েছে। “পণ‍্য পিকআপ ও হোমডেলিভারি প্রতিষ্ঠান” হিসেবে যাত্রা শুরুর মাত্র তিন মাসের মাথায় এমন আয়োজন করে প্রতিষ্ঠানটি। তাদের বিশেষায়িত পণ‍্য- খাঁটি গরুর দুধ ও গ‍্যাস সিলিন্ডারসহ ‘মোটরবাইকে বহনযোগ‍্য সকল পণ‍্য’ সিলেট শহরব‍্যাপী খুচরা মূল‍্যে হোমডেলিভারির ব‍্যতিক্রম উদ‍্যোগ নিয়েই বিগত অক্টোবর মাসের শেষদিকে যাত্রা শুরু করেছিলো এই প্রতিষ্ঠানটি। সিলেটের বেশ ক’জন গন‍্যমান‍্য বিশিষ্ট ব‍্যবসায়ী ও শিক্ষাবিদদের সরাসরি তত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় পরিচালিত এ প্রতিষ্ঠানটি ইতিমধ‍্যেই বেশ সাড়া জাগিয়েছে গ্রাহকদের মাঝে। সময়, শ্রম আর অর্থ বাচিয়ে ন‍্যায‍্যমূল‍্যে সঠিক সময়ে প্রয়োজনীয় সব পণ‍্য ঘরে বসে পেতে কে না চায়। আর এমন অতীব প্রয়োজনীয় কাজটিই খুব যত্নের সাথে করে যাচ্ছে তিজারাত বিডি।

পূর্ব ঘোষণা অনুযায়ী সুনির্দিষ্ট সংখ‍্যক নিবন্ধিত যাত্রী নিয়ে শুক্রবার সকাল ১০ টায় বন্দর থেকে যাত্রা শুরু হয় পাহাড়, ঝর্ণা, স্বচ্ছ মিঠা পানির স্রোত আর সবুজের সৌন্দর্য্যঘেরা প্রকৃতিকণ‍্যা জাফলং -এর উদ্দেশ‍্যে। এক নয়নজুড়ানো, মনমাতানো দৃশ‍্যে ভরপূর এলাকা জাফলং ভ্রমণে যাত্রীদের মধ‍্যে ছিলো অনন‍্যরকম উদ্দীপনা ও আকাঙ্ক্ষা। প্রায় আড়াই ঘন্টার দীর্ঘ সফরে ক্লান্তিহীন হৃদয়ে সবাই ছিলেন সজীব, সতেজ ও পরমানন্দে উচ্ছ্বসিত। পূর্ব নির্ধারিত কার্যসূচির আলোকে ধারাবাহিক ও শৃঙ্খলাপূর্ণ এ আনন্দ যাত্রা যাত্রীদের করে তুলেছিলো মাত্রাহীন সুখানুভূতীপূর্ণ। যার জন‍্য শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই ছিলো উদগ্রীব, উৎসাহী আর আনন্দ-আবেগে আপ্লুত।

তার আগে, দিনব‍্যাপী আনন্দ ভ্রমণে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য পেশ করেন প্রধান অতিথি, সিলকো হোমস(প্রা. লি.) -এর সম্মানিত ম‍্যানেজিং ডিরেক্টর, তিজারাত বিডি’র সিনিয়র উপদেস্টা জনাব মাওলানা তাজুল ইসলাম হাসান, বিশেষ অতিথি, আঞ্জুমান সম্পাদক, তিজারাত বিডি’র সিনিয়র উপদেষ্টা জনাব মাওলানা ইমদাদুল হক নোমানী, বিশিষ্ট ব‍্যবসায়ী ও আলেম উদ‍্যোক্তা, তিজারাত বিডি’র পৃষ্ঠপোষক জনাব মাওলানা এনামুল হাসান, বিশিষ্ট ব‍্যবসায়ী, মি. ক্লিন এর সত্ত্বাধিকারী জনাব শামীম মাহবুব, শিশু-কিশোর পত্রিকা ফুলের হাসি পাঠক ফোরাম সিলেট মহানগর সভাপতি আফজাল হোসাইন কামিল, তরুণ ব‍্যবসায়ী, কম্পোজিটর ও ডিজাইনার জনাব আক্তারুজ্জামান প্রমুখ।

যাত্রার মধ‍্য বিরতিতে জুমুআর সালাত ও দুপুরের খাবার শেষে জাফলং জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয় উন্মুক্ত ভ্রমণ, প্রকৃতির মনোরম দৃশ‍্য উপভোগ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ডেলিগেট ও দর্শক-শ্রোতাদের মন মাতানো পরিবেশনা- হামদ, নাত, ইসলামী সংগীত, কবিতা, কৌতুক ও বাস্তবমুখী অভিনয়-আবৃত্তি উপহার দিয়ে মুগ্ধ করে রাখেন সিলেটের সাড়া জাগানো স্বনামধন‍্য উপস্থাপক ও আবৃত্তি শিল্পী, কবি মীম সুফিয়ান, কলরব সিলেটের শিল্পী আরাফাত হোসাইন, জনপ্রিয় ভিডিও প্রেজেন্টার, মুচকি হাসি পরিচালক সুফিয়ান বিন এনাম, যমযম শিল্পীগোষ্ঠীর পরিচালক আলী মর্তুজা বিন আমীন, বিএফভি পরিচালক আরিফ বিল্লাহ, চেতনা সিলেটের কিশোর বিভাগ পরিচালক মির্জা ওমর ফারুক ও কিশোর শিল্পী নাসির আবদুল্লাহ। সন্ধ‍্যা সাড়ে পাঁচ ঘটিকায় ঝুলন্ত ব্রিজের পাশে সমাপনী আনন্দ সমাবেশের মধ‍্য দিয়ে দিনব‍্যাপী আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।