ঢাকাসোমবার , ২৫ জানুয়ারি ২০২১
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

অগ্রদূত ছাত্র পরিষদ,সিলেট-এর আনন্দ ভ্রমন সম্পন্ন

স্টাফ রিপোর্টার,জাকারিয়া রহমান চৌধুরী
জানুয়ারি ২৫, ২০২১ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

অগ্রদূত ছাত্র পরিষদ,সিলেট-এর আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (২২ জানুয়ারি) দিনব্যাপী শ্রীমঙ্গলের শান্তি বাড়ি রিসোর্ট,আপন বাড়ি রিসোর্ট,টুরিস্ট পুলিশ ইকো পার্ক, হরণিছড়া গল্ফ মাঠ,ডিনস্টন সেমিট্রি দিন ব্যাপি সকল সদস্যদের অংশগ্রহনে অনেক সুন্দর ভাবে আমাদের আনন্দ ভ্রমন শেষ হয়।

শুক্রবার সকালে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করে আনন্দ ভ্রমণের এ বহরটি। গাড়ি ছাড়ার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহ-অফিস সম্পাদক হামিদুর রহমান। একটি বাস করে সিলেট থেকে ছেড়ে যাওয়া বহর শ্রীমঙ্গলে পৌছায় সকাল ১১.০০ ঘটিকায়।

এসময় উপস্থিত ছিলেন আমাদের সাথে শ্রীমঙ্গল টুরিস্ট ক্লাবের আহবায়ক খালেদ আহমদ,শ্রীমঙ্গল টুরিস্ট পুলিশ জোনাল অফিস এসআই নওয়াব আলী,অগ্রদূত ছাত্র পরিষদ এর সভাপতি কাবিল আহমদ ইমন, সহ-সভাপতি আব্দুল রাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ,সাংঘঠনিক সম্পাদক আব্দুর রব জাহিদ,সহ-সাংগঠনিক সম্পাদক রাজন আহমদ, অফিস সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ-অফিস সম্পাদক হামিদুর রহমান, অর্থ সম্পাদক ইয়াসির আরাফাত, সহ-অর্থ সম্পাদক নাহিদ আহমদ,প্রচার সম্পাদক মোহাম্মদ রেদওয়ান হুসেন,সহ-প্রচার সম্পাদক জাহিদ হাসান,শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ,সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক জামিল হুসাইন,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম,সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ আল এনাম,সমাজসেবা সম্পাদক মোঃ সাকের আহমদ শাকিল,সহ-সমাজসেবা সম্পাদক রাশেদ আহমদ,প্রকাশনা সম্পাদক আলি হুসাইন রানা,সহ-প্রকাশনা সম্পাদক রিপন আহমদ,সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ,সদস্য খোকন আহমদ,রেজওয়ান আহমদ,তানভির আহমদ তানিম,শরিফ হুসাইন,রাসেল আহমদ,শামসুল আলম,সুফিয়ান আহমদ,ফরহাদ হুসাইন,মুজাহিদ আহমদ,ইকবাল হুসেন প্রমুখ।

শ্রীমঙ্গল পৌছার পর প্রথমে আমরা শান্তি বাড়ি রিসোর্ট,আপন বাড়ি রিসোর্ট, টুরিস্ট পুলিশ ইকো পার্ক দেখে জুম্মাহ নামাজের বিরতি দেয়া হয়।জুম্মাহ নামাজ আদায় করে রাবার বাগানে সবাই মিলে দুপুরে ভোজ সেরে আবার মেতে উঠেন আনন্দ উদযাপনে। তারপর কাকিয়া ছড়া চা বাগানে কয়েকটি খেলার ইভেন্ট করা হয়। বেলুন দৌড়,মোরগা লড়াই সবাই অনেক হৈহোল্লর করে অনেক মজা করে খেলা শেষ হয়।তারপর প্রতিটি খেলায় দুইজন করে পুরুস্কৃত করা হয়।

শ্রীমঙ্গলের হরণিছড়া গল্ফ মাঠ ও ডিনস্টন সেমেট্রি দেখার জন্য রওয়ানা হই আমরা বিকাল ৩.০০ ঘটিকায়। চারটি জিব ভাড়া করে আমাদের যাত্রা শুরু হয়।

আনন্দ ভ্রমণ শেষে রাত ৮.০০ ঘটিকায় বহরটি সিলেটে ফিরে আসে। ভ্রমণে অনেক আনন্দ হয়েছে। সবাই মিলে এক সাথে কোথায় যেতে পারার আনন্দই তুলনাহীন।সত্যি অনেক আনন্দে আজকের দিনটি আমাদের কেটেছে।

ভ্রমণ মানুষের মনন জগৎকে বিকশিত করে। বিশেষ করে তরুণ ও যুবকদের মধ্যে ভ্রমণের আনন্দ ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেই। এতে তাদের মনন জগৎ বিকশিত হবে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার এবং প্রকৃতিকে জানার স্পৃহা বাড়বে।নতুন জায়গা দেখলে নতুন কিছু শেখা যায়। আজকের এ আনন্দ ভ্রমণ থেকে আমরা অনেক কিছু শিখলাম।