বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৌরসভা নির্বাচনে দেশের ২৪টি পৌরসভার বেশির ভাগ স্থানে দুপুর ১২টার মধ্যে সরকারি দল কেন্দ্র দখল করে নিয়েছে। ইভিএম পদ্ধতি আওয়ামী লীগকে সহযোগিতা করা ছাড়া আর কিছু নয়। ইভিএম বাংলাদেশের জন্য কোনো উপযোগী ব্যবস্থা নয়। এ পদ্ধতিতে ভোট জলিয়াতের যথেষ্ট সুযোগ রয়ে গেছে। গতকাল সোমবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সামনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল নয়। তারা বিচ্ছিন্নদের রাজনৈতিক দলে পরিণত হয়েছে। জনগণের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্কই নেই। তারা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলেই বোঝা যাবে জনগণ কী চায়।’ তিনি আরো বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের আত্মসম্মান বোধ নেই। দেশের বিশিষ্টজনরা মনে করেন, এই নির্বাচন কমিশন অযোগ্য, দুর্নীতিগ্রস্ত। তাই তাদের পদত্যাগ করা উচিত।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘খরগোশ আর কচ্ছপের গল্পে কচ্ছপ ধীরে চললেও শেষে কচ্ছপেরই জয় হয়। সেই জয়ই বিএনপির হবে।’
এদিকে গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, “প্রশাসনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা বেশির ভাগ এলাকায় তাণ্ডবলীলা চালাচ্ছে। সরকারের ‘হার্ড হিটিং’ ইমেজ বজায় রাখতে ভোটারসহ বিএনপির নেতাকর্মীদের ওপর আক্রমণ চলছে বেপরোয়াভাবে। বিএনপির এজেন্টদের বের করে দিয়ে তাদের ওপর করা হয়েছে পৈশাচিক আক্রমণ।”