ঢাকাThursday , 24 December 2020
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে প্রবাসীর বাসা চুরি

Link Copied!

সিলেটের ওসমানীনগর উপজেলার ২নং সাদিপুর ইউনিয়নের আওরঙ্গপুর মাদ্রাসা রোডে মাদ্রাসার পিছনে কানাডা প্রবাসী প্রবাসী সৈয়দ সায়েক আলীর বাসা মঙ্গলবার রাতে ঘরের মেইন গ্রীলের তালা ভেঙ্গে চুরি করার অভিযোগ পাওয়া গেছে। প্রবাসীর ঘরে ডুকে চোরেরা ঘরে থাকা পানির মটর,দুইটি বাথরুমের পানির টেপ, পাক ঘরের পানির টেপ সহ বাসার আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে বলে দাবী করেছেন প্রবাসী সায়েক আলীর বোনের স্বামী মোহাঃ আব্দুন নুর।বাসার দেখাশুনার দায়ীত্ব ছিলো মোহাঃ আব্দুন নুরের।আব্দুন নুর জানান প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়!

এঘটনায় প্রবাসী সৈয়দ সায়েক আলীর পক্ষে ওসমানীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন মোহাঃ আব্দুন নুর।

থানায় দায়েরকৃত অভিযোগের বৃত্তিতে ওসমানীনগর থানার এস আই নিজাম উদ্দীন চুরি হওয়া বাসা পরিদর্শন করেন।এস আই নিজাম সাংবাদিকদের জানান।অভিযোগ পাওয়ার সাথে সাথেই স্পর্টে যাই।এবং স্থানীয় চেয়ারম্যান ও ইউ’পি সদস্যকে আমি ফোনে জানাই।চুরদের শনাক্ত করতে আমাদের তদন্ত অব্যাহত আছে।

জড়িতদের গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।