ঢাকারবিবার , ২০ ডিসেম্বর ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

জাকজমকপূর্ণভাবে সম্পন্ন হল অগ্রদূত ছাত্র পরিষদের ১০বছর পূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার,জাকারিয়া রহমান চৌধুরী
ডিসেম্বর ২০, ২০২০ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো অগ্রদূত ছাত্র পরিষদের ১০বছর পূর্তি অনুষ্ঠান। এ উপলক্ষে শনিবার (১৯ ডিসেম্বর) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধীদের মধ্যে আর্থিক সহযোগিতা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে অগ্রদূত ছাত্র পরিষদের সভাপতি কাবিল আহমদ ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্ট লিমিটেড’র ব্যাবস্থাপনা পরিচালক, অগ্রদূত ছাত্র পরিষদের উপদেষ্টা মঞ্জুর শাফি চৌধুরী এলিম।

তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের মানুষের ভাগ্যন্নয়ন ও অধিকার আদায়ের জন্য সূর্যসন্তান মুক্তিযোদ্ধারা তাদের আত্মত্যাগের বিনিময়ে আনাদের এ স্বাধীন করেছিলেন। স্বাধীনতা এত বছর পরেও আমাদের দেশ অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। সরকারের পাশাপাশি সমাজের মানুষের উন্নয়ন সাধনে আমাদেরও সামজিক দায়বদ্ধতা রয়েছে। সামজিক দায়বদ্ধতা থেকে অগ্রদূত ছাত্র পরিষদ এ সকল মহৎ কাজ করে যাচ্ছে। তিনি অগ্রদূত ছাত্র পরিষদের সদস্যদের উদ্দেশ্য করে বলেন, এই সংগঠনটি গত ১০ বছরে যত কাজ করেছে আগামী দুই বছরে তার চেয়ে বেশি কাজ করতে হবে।
প্রধান অতিথি আরো বলেন, আমাদের সমাজে নৈতিকতার অভাব অনেক বেশি। সমাজ পরিবর্তনের নৈতিকতা শিক্ষার কোন বিকল্প নেই। এছাড়াও সমাজে যারা ভালো কাজ করে তাদের উৎসাহ প্রদান করতে হবে। সকলের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনন্দ টুরিজম প্রাইভেট লিমিটেড’র চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল,কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, সিলেট বাংলা ট্যুরস’র পরিচালক,দক্ষিন সুরমা প্রেসক্লাব’র সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি জনাব গুলজার আহমদ হেলাল, বিশিষ্ট সমাজসেবী ইসমাইল হুসেন,সিলেট মানব কল্যাণ সংস্থার সভাপতি আলি আকবর,অগ্রদূত ছাত্র পরিষদের সিনিয়র সহ-সভাপতি আহমদ হুসাইন।

অর্থ সম্পাদক ইয়াসির আরাফাতের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অগ্রদূত ছাত্র পরিষদের উপদেষ্টা সালমান সাবের, রাসেল আহমদ, কাওসার খান, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ আব্দুল রাবু। এসময় ২৫ প্রতিবন্ধীদের মধ্যে আর্থিক অনুদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ১০ বছর পূর্তি উপলক্ষে ‘সাফল্যের দশ বছর’ নামক একটি বিশেষ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন উপস্থিত অতিথিবৃন্দ।Biggapon