গত ১০ নভেম্বর সিএনজি-অটোরিকশা গ্রিল সংযোজনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ও অন্যান্য দাবি-দাওয়া নিয়ে পুলিশ প্রশাসন বরাবরের বিশাল প্রতিবাদ র্যালী নিয়ে স্মরকলিপি প্রদান করা হয়।
কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হওয়ায় আজ ২০ ডিসেম্বর রবিবার সিলেট দক্ষিন সুরমা চন্দ্রিপুল চত্তর এ এক বিশাল মানববন্দন করে সিলেট জেলার সিএনজি অটোরিকশা মালিক সমিতি এক মানববন্ধন করে তাদের দাবি গুলো জানায়। দাবিগুলো হলো
১- সিএনজি অটোরিকশায় গ্রিল সংযোজনের সিদ্ধান্ত স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
২- অবৈধ নাম্বারবিহীন অন্যান্য জেলার সিএনজি অটোরিকশা সিলেট জেলায় বিশেষ টোকেন এর মাধ্যমে চলাচল করতেছে তাহা স্থায়ীভাবে চলাচল বন্ধ করতে হবে।
৩- অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক সিলেট জেলার স্থায়ীভাবে চলাচল বন্ধ করতে হবে
৪- রুট পারমিট নিয়মবহির্ভূত সিলেট জেলার লোকাল বাসের ওভারলোড যাত্রী ও ছাদের উপরে মালামাল পরিবহন করা বন্ধ করতে হবে।
৫- সিলেট জেলার মেট্রোপলিটন এলাকা রোড সমূহ হাইওয়ে মুক্ত করতে হবে যাত্রী পরিবহন সেবা নিশ্চিত করতে হবে
এই দাবিসমূহ না মানলে কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে আগামী ২১ ও ২২ডিসেম্বর ২০২০ ইং ধর্মঘট ঘোষণা করেছে সিএনজি অটোরিকশা মালিক সমিতি।