1. admin@doinikdakbangla.com : Admin :
দূতাবাসগুলো প্রবাসী শ্রমিকদের কোনো খোঁজ-খবর রাখে না » দৈনিক ডাক বাংলা
বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৩১ পূর্বাহ্ন

দূতাবাসগুলো প্রবাসী শ্রমিকদের কোনো খোঁজ-খবর রাখে না

নিজস্ব প্রতিনিধি,দৈনিক ডাকবাংলা ডট কম
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ১৭৩ বার পঠিত

বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো প্রবাসী শ্রমিকদের কোনো খোঁজ-খবর রাখে না এবং ভোগ-বিলাসে মত্ত থাকে বলে অভিযোগ করেছে বাংলাদেশ অভিবাসী শ্রমিক ফোরাম।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা এসব অভিযোগ করেন। আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে অভিবাসী নারী শ্রমিকদের নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সুমাইয়া ইসলাম বলেন, যে শ্রমিকের শ্রমে-ঘামে অর্জিত বৈদেশিক মুদ্রায় দেশের অর্থনীতি গতিশীল রয়েছে সেই শ্রমিকদের জীবন স্থবির হয়ে পড়েছে। সরকার প্রবাসী শ্রমিকদের জন্য ২০১৩ সালে আইন প্রণয়ন করলেও সেই আইনের কোনো কার্যকারিতা নেই।

সংগঠনের সভাপতি সাবিনা চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবুল হোসাইন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোটেক সুমাইয়া ইসলাম, লিনা মল্লিক, জাহাঙ্গীর মোল্লা, শামিমুল ইসলাম শিমু, রায়হান কবির, রেবেকা বেগম, তাসলিমা বেগম, শাহনাজ বেগম, মিলি বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ডাক বাংলা

Theme Customized BY LatestNews