🌀আজ ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার ফ্রি করোনা টেস্ট মোবাইল ইউনিট 🌀
⏰সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত
🌀 মুহাররক হেলথ্ সেন্টার (মুহাররক)
⏰ সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত
🌀 কিং হামাদ ইউনিভার্সিটি হসপিটাল, ট্রেন্ট ২ ( বুসাইটিন)
⏰ বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত
🌀 আল হারাম মল ( মা মির)
🌀 সার মল ( সার)
🌀 সিত্রা মল সিত্রা)
🌀 ইন্সুইরেন্স কমপ্লেক্স
🌀 রিফা ভিউজ ওয়াকওয়ে
🌀 ইস্টার ক্লাব এর পাশের ওয়াকওয়ে
🌀 জিদহাফস মার্কেট
Be aware আ্যাপস্ থেকে টেস্টের সার্টিফিকেট প্রিন্ট করে নিলে দেশে যাওয়ার ক্ষেত্রে বিমানবন্দরে , সকল এয়ারলাইনস এবং সরকারী যেকোন প্রয়োজনে তা গ্রহনযোগ্য হবে। আপনার ফ্লাইটের সময়ের আগের ৭২ ঘন্টার মধ্যে আপনাকে টেস্ট করাতে হবে এবং টেঁস্টর রিপোর্ট কমপক্ষে ৮/১২ ঘন্টার মধ্যই BeAware Bahrain আ্যপস এর মাধ্যমে পেয়ে যাবেন।
🌀 টেস্টের সময় যা যা প্রয়োজন 🌀
1. সিপিআর
2. বাসার এড্রেস
3. মোবাইল নাম্বার