ঢাকারবিবার , ৬ ডিসেম্বর ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

সিলেট শামসুদ্দিন হাসপাতালে করোনায় মারা গেলেন দুজন

নিজস্বপ্রতিনিধি, দৈনিক ডাক বাংলা ডটকম
ডিসেম্বর ৬, ২০২০ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

Biggaponসিলেটে করোনায় মারা গেলেন আরও দুইজন। এদের একজন পুরুষ ও একজন মহিলা। তারা গতকাল শনিবার (৫ ডিসেম্বর) সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

পুরুষের বয়স ৬২ বছর। তিনি মৌলভীবাজার জেলার বাসিন্দা ছিলেন। অপরদিকে, ৪৬ বছর বয়েসি নিহত নারীর বাড়ি সুনামগঞ্জে।

তথ্যটি দৈনিক ডাক বাংলাকে জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান।

গতকালের এই দুজনকে নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২৪৭। এর মধ্যে সিলেট জেলায় ১৮২, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২৩ জন।

এদিকে, সিলেট বিভাগে গতকাল করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬ ও হবিগঞ্জে ৪ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ রোববার (৬ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪৭৯২। এ মধ্যে সিলেট জেলায় ৮৫৭০, সুনামগঞ্জে ২৪৭৫, হবিগঞ্জে ১৯১১ ও মৌলভীবাজার জেলায় ১৮৩৬ জন।

অপরদিকে, সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ জন। তাদের মধ্যে সিলেট জেলার ২১ ও হবিগঞ্জের ১৩। এই ৩৪ জনকে নিয়ে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩৬০৩ জন। এর মধ্যে সিলেটে ৭৮৯৫, সুনামগঞ্জে ২৪১৬, হবিগঞ্জে ১৫৭৭ ও মৌলভীবাজারে ১৭১৫ জন।

আজ সকাল সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪৯জন করোনা রোগী। এর মধ্যে সিলেট জেলায় ৪৮ ও হবিগঞ্জে ১জন।Biggaponদারুল কোরআন