1. admin@doinikdakbangla.com : Admin :
টাটা নিটল-নিলয় মটরসের ডিলার জালালাবাদ মটরসের এমডি কে সম্বর্ধনা » দৈনিক ডাক বাংলা
বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৯ অপরাহ্ন

টাটা নিটল-নিলয় মটরসের ডিলার জালালাবাদ মটরসের এমডি কে সম্বর্ধনা

স্টাফ রিপোর্টার,জাহেদুজ্জমান
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ২১৪ বার পঠিত

Biggaponজালালাবদ মটর

টাটা নিটল-নিলয় মটরসের ডিলার জালালাবাদ মটরসের এমডি কে সম্বর্ধনা। সিলেট শহরের রিয়াজ ম্যানশনে জালালাবাদ মটরসের অফিসে এক সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

জালালাবাদ মটরসের চেয়ারম্যান ও সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির অন্যতম পরিচালক এহতেশামুল হক চৌধুরীর সভাপতিত্বে সর্ম্বধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব গোলাম হাদী ছয়ফুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এফবিসিসি আই’র ডাইরেক্টর খন্দকার সিপার আহমদ,সিলেট চেম্বারের পরিচালক খন্দকার ইসরার আহমদ রকি,সিলেট জেলা ট্রাক,পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার,বিশিষ্ট ব্যবসায়ী বুলবুল আহমদ,নিটল মটরস লিমিটেডের এরিয়া প্রেসিডেন্ট শরীফুল ইসলাম,এ.এস.এম হাসান আলী খান,মিজানুর রহমান,আবু হাসান,কামরুল ইসলাম,আসাদ আহমদ,ক্রেডিড ডিভিশনের জেড. এস আনোয়ার হোসেন,ম্যানেজার হাসান আহমদ, সার্ভিস ইনচার্জ নাজিম উদ্দিন,স্টক ইয়ার্ড ম্যানেজার মোস্তফা আহমদ প্রমূখ।

সভায় অনুষ্টানের প্রধান অতিথি সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব গোলাম হাদী ছয়ফুল জালাবাদ মটরসের নব অভিষিক্ত ব্যবস্থাপনা পরিচালকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, উনার পিতা এহতেশামুল হক চৌধুরী সিলেটের ব্যবসায়িক অঙ্গনে সুনামধন্য ও অত্যান্ত পরিচ্ছন্ন ব্যবসায়ী হিসেবে পরিচিত। পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি সিলেট তথা বাংলাদেশের মধ্যে অন্যতম প্রতিষ্টিত ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠঠিত হবেন বলে আমার প্রত্যাশা।

সম্বর্ধীত অতিথি মোরশেদ এহতেশাম চৌধুরী তানভির বলেন, পরিবহণ মালিকদের কল্যানে টাটা নিটল-নিলয় মটরস উন্নত সেবার মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে। আগামীতেও সেই সেবা অব্যাহত থাকবে। তিনি সকল পরিবহণ মালিকদের সহযোগীতা কামনা করেন।Biggapon

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ডাক বাংলা

Theme Customized BY LatestNews