ঢাকাWednesday , 2 December 2020
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বৃহস্পতিবার গ্যাসবিচ্ছিন্ন থাকবেন যেসব এলাকা

Link Copied!

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকা ছাড়া বাকি সব স্থানে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড কর্তৃপক্ষ।

গত ৩০ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সিলেট শহরতলির খাদিমনগর এলাকার জালালাবাদ গ্যাস স্টেশনের (ডিআরএস) জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এর জন্য শুধু দক্ষিণ সুরমা এলাকা ছাড়া সিলেট মহানগরীর বাকি সব স্থানে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট মহানগরীতে জালালাবাদ গ্যাসের অধিভুক্ত প্রায় ৩০ হাজার গ্রাহক রয়েছেন।