1. admin@doinikdakbangla.com : Admin :
অন্তঃসত্ত্বা আনুশকাকে যোগ ব্যায়াম করাচ্ছেন কোহলি,ছবি ভাইরাল » দৈনিক ডাক বাংলা
সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৬ অপরাহ্ন

অন্তঃসত্ত্বা আনুশকাকে যোগ ব্যায়াম করাচ্ছেন কোহলি,ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক, দৈনিক ডাক বাংলা ডটকম
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ১০৩ বার পঠিত
আনুশকা

Biggaponঅন্তঃসত্ত্বা স্ত্রীকে যোগার অনুশীলন করাতেও দেখা গেল ক্যাপ্টেন কোহলিকে। সম্প্রতি আনুশকা শর্মা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন আনুশকা শর্মা। যেখানে যোগ ব্যায়াম করতে দেখা যায় অভিনেত্রীকে। ‘হ্যান্ডস ডাউন’ নামে ওই যোগা করতে যাতে অনুষ্কার অসুবিধা না হয়, সেই কারণে স্ত্রীকে সাহায্য করতে দেখা যায় বিরাটকে। অনুষ্কা যখনই ওই ছবি শেয়ার করেন, তখনই তারকা জুটির ভক্ত এবং অনুরাগীরা তাঁদের ভালোবাসায় ভরিয়ে দেন।

ওই ছবি নীচে আনুশকা জানান, তাঁর জীবনে যোগা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যান্ডস ডাউন নামে এই যোগা অন্তঃসত্ত্বা হওয়ার আগেও তিনি অনুশীলন করতেন প্রায় প্রতিদিন। বর্তমানে নির্দিষ্ট ওই যোগা করতে বিরাট তাঁকে সাহায্য করছেন বলেও জানান অভিনেত্রী। এই আসন করতে গিয়ে আনুশকা যাতে না টলে যান, সেই কারণে সাবধানতা অবলম্বন করতেই বিরাট তাঁকে সাহায্য করছেন বলেও জানান আনুশকা।
জানা গেছে, ২০২১ সালের জানুয়ারিতেই বিরাট-অনুষ্কার জীবনে আসছে নতুন অতিথি। ওই সময় আনুশকা এবং নবজাতকের পাশে থাকতে বিরাট পিতৃত্বকালীন ছুটির আবেদনও করেছেন বলে জানা যাচ্ছে। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ডাক বাংলা

Theme Customized BY LatestNews