1. admin@doinikdakbangla.com : Admin :
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন গ্যালারিতে প্রেম নিবেদন » দৈনিক ডাক বাংলা
সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৫ অপরাহ্ন

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন গ্যালারিতে প্রেম নিবেদন

অনলাইন ডেস্ক, দৈনিক ডাক বাংলা ডটকম
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৯৩ বার পঠিত
ম্যাচ চলাকালে

Biggaponসিডনিতে চলছে ভারত-অস্ট্রেলিয়ার মহারণ। আজ রবিবার দ্বিতীয় ওয়ানডেতে নিশ্চিত সিরিজ হারের মুখে ভারত। এই একপেশে ম্যাচের মাঝেই গ্যালারিতে অস্ট্রেলিয়ার এক সমর্থককে প্রেম নিবেদন করে বসলেন এক ভারতীয় সমর্থক। ভারতীয় তরুণের প্রেমের প্রস্তাব মেনেও নিয়েছেন সেই অস্ট্রেলিয়ান তরুণী। এরপর গ্লেন ম্যাক্সওয়েলরা হাততালি দিয়ে এই জুটিকে অভিনন্দন জানিয়েছেন।

মাঠে প্রেম নিবেদনের দৃশ্য আগে অনেকবারই দেখা গেছে। ভারতীয় দল ব্যাটিং করার সময় আজ এই ঘটনা ঘটেছে। গ্যালারিতে অস্ট্রেলিয়ার এক সমর্থককে প্রেম নিবেদন করে বসেন এক ভারতীয় সমর্থক। অস্ট্রেলিয়ান তরুণী প্রস্তাব মেনে নিতেই তার আঙুলে আঙটি পড়িয়ে দেন ভারতীয় সমর্থক। যেই ভিডিও মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

অভিষেক সিং নামের একজন লিখেছেন, ‘যাক, শেষ পর্যন্ত কোনো ভারতীয় তরুণ অস্ট্রেলিয়ান তরুণীর মন জয় করতে পারল!’ সিডনিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৩৯০ রানের পাহাড়প্রমাণ স্কোর গড়ে অস্ট্রেলিয়া। টানা দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকান স্টিভ স্মিথ। এই নিয়ে ভারতের বিপক্ষে তার টানা তিন সেঞ্চুরি হয়ে গেল।
Biggapon

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ডাক বাংলা

Theme Customized BY LatestNews