সিলেট সদর বড়শলা এয়ারপোর্ট গেইট সংলগ্ন জামেয়া মাদ্রাসা ও মসজিদের পুরাতন কমিটি বাতিল করে নতুন ১১ সদস্য কমিটি ঘোষণা করেছেন এলাকাবাসী গত শুক্রবার বাদ জুম্মা কমিটি ঘোষণা হয় বলে দৈনিক ডাক বাংলা ডটকমকে জানান আলহাজ্ব খন্দকার রাহান আহমদ।
হাজী রফিক আহমদ ও মোহাঃ শহীদ আহমদকে উপদেষ্টা পদে এই তিনজনকে রেখে প্রতিষ্ঠাকালীন সভাপতি ও ভূমিদাতা আলহাজ্ব আব্দুল আজিজ বাবুল মিয়া,সভাপতি ভারপ্রাপ্ত কর্মকর্তা এয়ারপোর্ট থানা এসএমপি সিলেট, মোতাওয়াল্লী ছদরুল ইসলাম ও সাধারণ সম্পাক সাইদুর রহমান খাঁন মুন্না,সহঃসম্পাদক মোহাম্মদ লায়েক আহমদ,কোষাধক্ষ্য মোহাঃ বিলালা আহমদ বিল্লাল, সহ সম্পাদক আজমল হোসাইন,
সদস্য: আবুবকর সিদ্দিক,আব্দুস ছালাম,শামীম আহমদ,বাচ্ছু মিয়া, মো:খোকন মিয়া,হাফিজ জাকির হুসেন