দীর্ঘ বারোদিন থেকে নিখোঁজ নবীগঞ্জ উপজেলার জিনারপুর’ভরছর গ্রামের মোহাম্মদ কনর মিয়া নামের ৯০ বছর বয়সী একজন বৃদ্ধকে তাঁর ছেলে সন্তানের কাছে ফিরিয়ে দিলেন,মাসিক এপার-ওপারের সম্পাদক, দৈনিক ডাক-বাংলা’র সিনিয়র স্টাফ রিপোর্টার সৈয়দ উবায়দুর রহমান। গত ১৯ নভেম্বর রাত আনুমানিক ২ টার দিকে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে রাস্তার পাশে অসহায় অবস্থায় বসে থাকা বৃদ্ধকে একটু অসুবিধাগ্রস্ত মনে হলে তিনি তাঁর পাশে গিয়ে খোঁজ নিলেন। দীর্ঘক্ষণ আলাপ শেষে জানা যায় তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় (জিনারপুর ভরছরপুর গ্রামে)। পরে তার সাথে থাকা পোটলায় একটি সেলফোনের নাম্বার পেয়ে সেখানে যোগাযোগ করলে বৃদ্ধের ছেলের সাথে আলাপ হয়, পরবর্তিতে তাঁকে তাঁর পরিবারের কাছে হস্থান্তর করা হয়।