1. admin@doinikdakbangla.com : Admin :
হেফাজতে ইসলাম সিলেটের সমাবেশ বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত » দৈনিক ডাক বাংলা
সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৯ অপরাহ্ন

হেফাজতে ইসলাম সিলেটের সমাবেশ বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, আব্দুল কাদির জুনাইদ
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ১৩৯ বার পঠিত
বিক্ষোভ

হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেটের উদ্যোগে ফ্রান্স সরকারের মদদে বিশ্বনবী সাঃ এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আগামী ২১ নভেম্বর শনিবার সিলেট কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হবে।

হেফাজতে ইসলাম সিলেটের পক্ষে আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী, আল্লামা শায়খ জিয়া উদ্দিন, প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ এবং আল্লামা মুহিউল ইসলাম বুবহান সাহেবের আহবানে আয়োজিত বিক্ষোভ সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ইনতেজামিয়া কমিটির এক সভা আজ ১৬ নভেম্বর সোমবার আযাদ দ্বীনি এদারা ভবনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্বে করেন মাওলানা ইউসুফ খাদিমানী। উপস্থিত ছিলেন মাওলানা খলিলুর রহমান, মাওলানা কারী সিরাজুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান কাসেমী এবং মাওলানা সিরাজুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।

আগামী শনিবারের সমাবেশ সফল করার লক্ষ্যে এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দাওয়াত, মিডিয়া ও অর্থ কমিটি সহ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।

সিলেট নগরী ও জেলার সকল উপজেলায় সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেয়ার জন্য ৫টি দাওয়াতী উপ-কমিটি গঠন করা হয়।

কমিটির সমন্বয়কারীগণ হচ্ছেন মাওলানা ইউসুফ আহমদ খাদিমানী, মাওলানা মহসিন আহমদ, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা সাইফুল্লাহ এবং মিডিয়া কমিটির সমন্বয়কারী মাওলানা হাবীব আহমদ শিহাব।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ডাক বাংলা

Theme Customized BY LatestNews