ঢাকাThursday , 12 November 2020
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে আমাদের কাছ থেকে আমেরিকার শেখার আছে।

Link Copied!

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনের ব্যাপারে আমাদের কাছ থেকে আমেরিকার শেখার আছে। কারণ আমরা ইভিএমে (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ভোট নিয়ে চার/পাঁচ মিনিটের মধ্যে ভোট গণনা করতে পারি এবং ১০ মিনিটেই কেন্দ্রে ফলাফল ঘোষণা করতে পারি। কিন্তু আমেরিকা সেটি পারে না। এ জিনিস যুক্তরাষ্ট্রে নেই। তাদের এ বিষয়ে আমাদের কাছ থেকে শেখা দরকার।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) উত্তরার আইইএস স্কুল কেন্দ্রে নিজের ভোট দেওয়া শেষে তিনি এ সব কথা বলেন।

সিইসি বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের বিষয়ে আমি সব সময় বলি, এটা দেখতে হবে গ্লোবালি, কাজ করতে হবে লোকালি। যুক্তরাষ্ট্রের নির্বাচনের সংস্কৃতি ১৫০ বছরের। তাছাড়া সেখানে আরেকটি বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপের চেলে আমরা ভালো সিদ্ধান্ত গ্রহণ করি। তাদের এতো বছরের গণতান্ত্রিক অভিজ্ঞতায় সেটা এখনও পারেনি। দ্বিতীয়ত হচ্ছে, তাদের কেন্দ্রীয় কোনো নির্বাচন কমিশন নেই।

নূরুল হুদা বলেন, বিএনপির অভিযোগ সঠিক নয়, আজ সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির একজন সম্মানিত ব্যক্তি আমার সঙ্গে কথা বলেছেন। তারা অভিযোগ নিয়ে আমার কাছে আসবেন। সেই কারণে আমি অফিসে চলে যাই। সকাল সাড়ে ৯টায় এ কেন্দ্রে আমার আসার কথা ছিল। আমি তাদের জন্য ১১টা পর্যন্ত অফিসে বসেছিলাম। কিন্তু কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি। এরপরও অফিসে বলে এসেছি, কেউ অভিযোগ নিয়ে এলে অভিযোগ যেন নেন।

তিনি আরো বলেন, অভিযোগ সম্পর্কে ওই ব্যক্তি বলেছিলেন, ৪৯ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এরপর আমি সেখানে খোঁজ নিয়েছি, সেখানকার কর্মকর্তারা বলেছেন, এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আসলে ওই কেন্দ্রে তাদের কোনো এজেন্টই যাননি। সুতরাং তারা যে অভিযোগ করেছেন, তার কোনো সত্যতা নেই বলেও জানান তিনি।