বাহরাইন নতুন প্রধানমন্ত্রী হিসাবে ক্রাউন প্রিন্সের নাম ঘোষণা করেছে
বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল-খলিফা ৩১ শে অক্টোবর, ২০১৫ তারিখে বাহরাইনের রাজধানী মানামায় একাদশ মনামা ডায়লগ আঞ্চলিক সুরক্ষা শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন।
বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল-খলিফা নতুন প্রধানমন্ত্রী হিসাবে ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল-খলিফাকে নাম ঘোষণা করেছেন, রাষ্ট্রীয় বার্তা সংস্থা বুধবার এক রাজকীয় ফরমানের বরাত দিয়ে জানিয়েছে।
বাহরাইনের প্রয়াত প্রধানমন্ত্রী শেখ বিন খলিফা বিন সালমান আল-খলিফা বুধবার এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে মেয়ো ক্লিনিকে ইন্তেকাল করেছেন।
“মরদেহ প্রত্যাবাসন শেষে দাফন অনুষ্ঠানের অনুষ্ঠান হবে এবং শেষকৃত্যটি বেশ কয়েকজন আত্মীয়-স্বজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে,” বিএফএকের খবরে বলা হয়েছে।
বিশ্বের দীর্ঘতম দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী যুবরাজ খলিফা ৮৪ বছর বয়সে মারা যান। তিনি জন্মগ্রহণ করেছিলেন ২৪ নভেম্বর, ১৯৩৫ সালে। প্রয়াত প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাহরাইনের স্বাধীনতার এক বছর আগে ১৯৭০ সালে তার পদ গ্রহণ করেছিলেন।
তিনি এর আগে বাহরাইনের স্টেট কাউন্সিলের প্রধান এবং সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের প্রধান ছিলেন