ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

ফ্রি সিরাতগ্রন্থ বিতরণ কর্মসূচী-২০২০

উপ-সম্পাদক, শহীদ আহমদ
নভেম্বর ১১, ২০২০ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সিরাত
আলহামদুলিল্লাহ।”টীম নবীজীর ভালোবাসায়”এর উদ্যোগে ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবীর অবমাননার প্রতিবাদে সব শ্রেণী পেশার মানুষের মাঝে নবীজীর পবিত্র জীবন-চরিত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফ্রি সিরাতগ্রন্থ বিতরণ কর্মসূচী-২০২০ এর সিদ্ধান্ত চূড়ান্ত হলো।

রাসূলের ভালোবাসা ঈমানের অঙ্গ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের মাঝে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ।তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে কোটি কোটি মানুষ পথের দিশা পেয়েছে। তিনি তাঁর গোটা জীবন বিলিয়ে দিয়েছেন মানুষ, মানবতার কল্যাণে। তাঁকে কেউ আঘাত করার অপচেষ্টা করলে কোটি প্রাণ জ্বলে ওঠে তাঁর ভালোবাসায়। মুষ্টিবদ্ধ হয় শতকোটি বিশ্বাসী মানুষের হাত।ক্ষুভে বিক্ষোভে ফেটে পড়ে গোটা বিশ্ব। ঘৃণায় ভেসে যায় তাঁর বিরুদ্ধবাদীর নাম নিশানা। ইতিহাসের সাক্ষী এটাই‌।

রাসূলের ভালোবাসার জায়গা থেকেই ফ্রি সিরাতগ্রন্থ বিতরণের উদ্যোগ নিয়েছে”টীম নবীজীর ভালোবাসায়”।

আমরা আমাদের আবস্থান থেকে নবীজীর জীবনী পৌঁছে দিতে চাই মানুষের কাছে।কেউ একজনও যদি রাসূলের আলোকোজ্জ্বল জীবনধারা থেকে আলোর সন্ধান লাভ করে তবেই আমরা সফল।

আমাদের সাথে চাইলে আপনি ও যুক্ত হতে পারেন।আর্থিক সাপোর্ট, পরামর্শ ও দোয়ার মাধ্যমে। আমাদের উদ্যোগের কথা জানিয়ে দিতে পারেন অনলাইনে-অফলাইনে। আপনার সামান্য প্রচারে হয়তোবা কেউ উদ্যোগী হবে আরো সুন্দর কোন আয়োজনের।কেউ শরীক হতে চাইলে পোস্টারে দেওয়া নাম্বারে বিকাশ (পার্সোনাল) করতে পারেন। তবে অবশ্যই আমাদের কে জানিয়ে দিবেন। কোন বিষয়ে জানতে চাইলে ইনবক্সে যোগাযোগ করবেন। আপনার পাঠানো টাকা দিয়ে সীরাতগ্রন্থ ক্রয় করে আমরা আপনার নামেই বিতরণ করবো। আমরা শুধু ভলান্টিয়ার হিসেবে কাজ করবো।সার্বিক বিবেচনায় প্রতি কপি বইয়ের মূল্য ধরা হয়েছে ১০০/-(একশত টাকা মাত্র)।এককপি বইয়ের মূল্য দিলে আপনার হাদিয়া আপনার নামেই পৌঁছে যাবে একজন মানুষের কাছে। সর্বোপরি আপনাদের দোয়া চাই আমরা।
আল্লাহ তাআলা যেন আমাদের প্রচেষ্টাকে কবুল করেন। আমিন।