ঢাকাMonday , 9 November 2020
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় বাংলাদেশ জমিয়তের আমেলা বৈঠক- স্বাধীন স্বতন্ত্র জমিয়ত গঠনে নীরবে কাজ চালিয়ে যেতে হবে

Link Copied!

তহুরুল হক জকিগঞ্জী

ঢাকায় বাংলাদেশ জমিয়তের আমেলা বৈঠকে
স্বাধীন স্বতন্ত্র জমিয়ত গঠনে নীরবে কাজ চালিয়ে যেতে হবে।

নারী নেতৃত্ব ও জোট মুক্ত স্বাধীন স্বতন্ত্র নবগঠিত বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম-এর আমেলার বৈঠক গতকাল (শনিবার) ঢাকা উলামানগরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের আমীর শায়খ মুখলিসুর রহমান কাসেমী। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দলের মহাসচিব শায়খুল হাদীস তাহুরুল হক জকিগঞ্জী, দলের সিনিয়র নায়বে আমীর মুফতি তাহুরুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বদরুল হাছান রায়গড়ী ঢাকা মহানগর আহবায়ক মুফতি ফারুক হুসাইন,শায়খুল হাদীস বিলাল হুসাইন,মুফতী সুলতান আহমদ,নরসিংদী জেলা আহবায়ক মুফতি জামিল আহমদ,বাংলাদেশ ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা হাফিজ বিন ইসহাক,সাধারণ সম্পাদক ঢাকা সাভারের প্রিন্সিপাল মাওলানা হুজাইফা আহমদ,মাওলানা ছফি উল্লাহ,মাষ্টার কাজী আব্দুল মতিন,আনোয়ার হোসেন জাহিদ, মাওলানা সানাউল্লাহ আমিনী,ঢাকা মহানগর ছাত্র জমিয়তের আহবায়ক হাফিজ ফয়জুল্লাহ প্রমুখ।

সভায় বক্তাগণ নারী নেতৃত্ব ও জোট মুক্ত স্বাধীন স্বতন্ত্র জমিয়ত গঠনে দেশব্যাপী কোন ধরনের লাফালাফি ছাড়া নীরবে সংগঠন করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন। সভাপতির বক্তব্যে আমীরে জমিয়ত ফ্রান্স কর্তৃক মহানবী সাঃ এর ব্যঙ্গচিত্র প্রকাশের নিন্দা জানিয়ে বাংলাদেশ সরকারকে এব্যাপারে সংসদে নিন্দা প্রস্তাব আনার আহবান জানান।