ঢাকাSaturday , 7 November 2020
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

সুদানের জনপ্রিয় ক্বারী আশ শাইখ নূরীন মোহাম্মদ সিদ্দিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন

কামাল হোসাইন
November 7, 2020 8:33 am
Link Copied!

সুদানের বিখ্যাত ক্বারী শেখ নুরাইন মুহাম্মদ সিদ্দিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শুক্রবার সন্ধ্যায় পবিত্র কোরআনের চারজন হাফেজ ছাত্রসহ গাড়িতে করে মাহফিল থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এ ঘটনায় তাঁর তিন ছাত্রেরও মৃত্যু হয়েছে। অপর একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

সুদানের খবরে জানানো হয়, সুদানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ওয়াদি হালফার ওমদুরমান শহর থেকে ১৮ কিলোমিটার দূরের একটি জায়গায় গাড়ি দুর্ঘটনার শিকার হন কারি শেখ নুরাইন মুহাম্মদ সিদ্দিক।

সুদানের ধর্মমন্ত্রী নাসরুদ্দিন মুফরিহ তাঁর ভেরিফায়েড ফেসবুক পাতায় এ খবর জানিয়েছেন। তিনি লেখেন, আলি ইয়াকুব, আবদুল্লাহ আল-করিম ও মুহান্নাদ আল-কিনানি নামের তিন ছাত্রও মারা গেছেন। অপরজন সৈয়দ বিন ওমর চিকিৎসাধীন।

যার মধুর কন্ঠের তেলাওয়াত শুনে হাজারো অমুসলিম মুসলিম হয়েছে আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।আমীন