ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ীর আহবানে সিলেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সৈয়দ উবায়দুর রহমান
নভেম্বর ৪, ২০২০ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ির আহ্বানে আজ বুধবার (৪ নভেম্বর) সিলেটে স্মরণ কালের বৃহত ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিলেটের প্রবীণতম আলেমের একক আহবানে “ইলহামী” এই সমাবেশ (সিটি পয়েন্টে) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের এ প্রতিবাদ কর্মসূচি আহ্বান করা হয়। মিছিল ও সমাবেশে যোগ দিতে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে সকাল থেকেই গাড়িভর্তি হয়ে ছুটে আসতে শুরু করেন নবিপ্রেমীক হাজারও জনতা।নামাজের পরপরই শুরু হয় সমাবেশের মূল কার্যক্রম। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

প্রিয়নবীর অবমাননা বাংলার মুসলিম সইবেনা এমন দাবি সম্বলিত শ্লোগান শ্লোগানে মুখরিত হয়ে উঠে সিলেট নগরী।

এতে সভাপতিত্ব করেন দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি।

মাওলানা আবুল হাসান ফয়সল,মাওলানা জুনায়েদ আহমদ কিয়ামপুরী,মুফতি রশীদ আহমদ, মাওলানা আহমদ সগীর ও মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবীরির যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শায়খুল হাদীস মাওলানা নরুল ইসলাম খান,আযাদদ্বীনী এদারার সেক্রেটারী মাওলানা আব্দুল বছির সুনামগঞ্জি,শায়খুল হাদীস মাওলানা আলীম উদ্দিন দুর্লভপুরী,আযাদদ্বীনী এদারার ,সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী,মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা শেখ মহসিন আহমদ কৌড়িয়া,মাওলানা শায়েখ আব্দুল গফফার রায়পুরী,মাওলানা শামসুদ্দিন দুর্লবপুরী,মাওলানা মুফতি ওলিউর রহমান দারুস সালাম,মাওলানা রেজাউল করিম জালালী,মাওলানা মোস্তাক আহমদ খান, মাওলানা হেলাল আহমদ হরিপুরী,মাওলানা ইউসুফ শামপুরী,মাওলানা আব্দুস সোবহান কাজিরবাজার,মাওলানা মুফতি রশীদ আহমদ মকবুল,মাওলানা মুফতি আবুল হাসান লামারগ্রাম, মাওলানা আব্দুল জব্বার লামনিগ্রাম,মাওলানা আব্দুস সালাম বাগরখালী,মাওলানা আব্দুল মালিক মোবারকপুরী, মাওলানা মাসুক আহমদ সালামী,মাওলানা মুহিবুর রহমান,মাওলানা নুরুল হক বিশ্বনাথী,মাওলানা আব্দুল মুছব্বির জকিগঞ্জি,মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মাওলানা হারুনুর রশীদ আল আজাদ,মাওলানা মুহিব্বুর রহমান মিঠিপুরী,মাওলানা সাইফুল্লাহ নয়াসড়ক,মাওলানা ফারুক আহমদ শাহবাগী, মাওলানা শরীফ আহমদ শাহান,মাওলানা ইমদাদুল্লাহ কাতিয়া,মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা ইকবাল হোসাইন,মাওলানা আব্দুল মালিক চৌধুরী,মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা বুরহান উদ্দিন,মাওলানা শেখ নাসির উদ্দিন,এডভোকেট মোহাম্মদ আলী,মাওলানা নজরুল ইসলাম তোয়াকুলি ও মাওলানা হারুনুর রশীদ চতুলি প্রমুখ।সমাবেশে বক্তারা ফ্রান্স সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগুন নিয়ে খেলা করবেন না। আল্লাহ, নবি সা. ও ইসলামের বিরুদ্ধে কটূক্তি করলে মুসলমানের কলিজায় আগুন লেগে যায়। সে আগুনে জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবে।

বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি ফ্রান্সের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।
আসরের নামাজের আগে শেষ হয় সমাবেশের কার্যক্রম। পরে সমাবেশস্থল থেকে নগরীর আম্বরখানা পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।