ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২০
  1. International
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. উৎসব
  6. খেলাধুলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. পরামর্শ
  12. প্রবাস
  13. ফরিদপুর
  14. বিনোদন
  15. বিয়ানীবাজার
আজকের সর্বশেষ সবখবর

স্পেনে করোনার সংক্রমণ ১০ লাখ ছাড়াল, জরুরি অবস্থা জারি

স্টাফ রিপোর্টার ,শহীদ আহমদ
অক্টোবর ২৫, ২০২০ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্পেনের সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। আজ রবিবার মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠকের পর টেলিভিশনে দেওয়া ভাষণে এ ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ৬ মাস জরুরি অবস্থা জারি রাখতে সংসদীয় অনুমোদন চেয়েছেন তিনি।

জরুরি অবস্থা ১৫ দিনের বেশি স্থায়ী রাখতে হলে সংসদীয় অনুমোদনের প্রয়োজন হয়। তাই সানচেজ ৯ মে অবধি জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে অনুমোদন চেয়েছেন। আর জরুরি অবস্থা জারি থাকাকালে ছয় জনের বেশি মানুষকে একত্রিত হতে দেওয়া হবে না বলে জানা যায় রয়টার্সের প্রতিবেদনে।

জানা গেছে, স্পেনে করোনার দ্বিতীয় দফা ঢেউ আঘাত হেনেছে। গত বুধবার প্রথম ইউরোপীয় দেশ হিসেবে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ অতিক্রম করেছে। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩৫ হাজার। এরপরই জরুরি অবস্থার ঘোষণা আসলো দেশটির সরকারের পক্ষ থেকে।

স্প্যানিশ প্রধানমন্ত্রী জানান, জরুরি অবস্থার সঙ্গে কারফিউও জারি করা হয়েছে। তবে একমাত্র ক্যানারি আইল্যান্ডকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। বর্তমানে দেশে পরিস্থিতি চরম পর্যায়ের দিকে যাচ্ছে।

সূত্র : রয়টার্স।